দিপ্তী তোমার আর কোনো কিছুই আগের মত নেই তোমার।
আমাকে ভালোবাসার পর আমি জানি দিপ্তী তোমার আর কোনো কিছুই আগের মত নেই তোমার। নিজেকে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মনে হচ্ছে, যেন তুমি শতাব্দীর পর শতাব্দী শুয়ে আছো হাসপাতালে। পরমূহর্তেই মনে হবে মানুষের ইতিহাসে একমাত্র তুমিই সুস্থ, অন্যরা ভীষন অসুস্থ।
নেত্রকোনা শহর আর সভ্যতার ময়লা স্রোত ভেঙ্গে তুমি যখন চৌরাস্তায় এসে ধরবে আমার হাত,
তখন তোমার মনে হবে এ শহর আর বিংশ শতাব্দীর জীবন ও সভ্যতার নোংরা পানিতে একটি নীলিমা ছোঁয়া মৃনালের শীর্ষে,
,
তুমি ফুটে আছো এক নিষ্পাপ বিশুদ্ধ পদ্ম আর আমি হলাম বিশাল জলভূমি।
নেত্রকোনা শহর আর সভ্যতার ময়লা স্রোত ভেঙ্গে তুমি যখন চৌরাস্তায় এসে ধরবে আমার হাত,
তখন তোমার মনে হবে এ শহর আর বিংশ শতাব্দীর জীবন ও সভ্যতার নোংরা পানিতে একটি নীলিমা ছোঁয়া মৃনালের শীর্ষে,
,
তুমি ফুটে আছো এক নিষ্পাপ বিশুদ্ধ পদ্ম আর আমি হলাম বিশাল জলভূমি।