কিছুতেই ভালোবাসার মানে বুঝতে পারি না।

আমি হারিয়েছি নিজেকে দিপ্তী তোমার ঐ লাজুক চোখের চাহুনিতে অদ্ভুত এক আকর্ষণে কাছে টানে তোমাকে, বরাবরি খুজে ফেরি আমার আর তোমার ভালবাসার মানে।
তোমায় না দেখলে বা কথা না বললে মনটা যেমন উদাস হয়ে ওঠে সেটাই কি ভালোবাসা?
তুমি অভিমান করলে মনের মাঝে যে উথাল পাথাল ঝড় বয়ে যায়, আমার পৃথিবীতে যে সাইক্লোন বয়ে যায় তার নামই কি ভালোবাসা?
তোমায় খুঁজে না পেয়ে যে ছন্নছাড়া দিন কাটাই, সবকিছু ভুলে গিয়ে শুধু অপেক্ষার প্রহর গুনে যাই
তাকে কি ভালোবাসা বলে?
কি জানি,
কিছুতেই ভালোবাসার মানে বুঝতে পারি না।
কেও বলে ভালোবাসা একটা অনুভুতি যা চাইলেও পাওয়া যায় না,
আবার অনেক সময় না চাইতেও পাওয়া যায়
কেও কেও এত বেশি পায় যে ভালোবাসার যন্ত্রণায় অস্থির হয়ে যায় যেমন তুমি দিপ্তী।
আবার অনেকে ভালোবাসা পেয়েও যন্ত্রণায় কাতরায় ভালোবাসার কাঙাল হয়ে থাকে যেমন আমি।
তোমার ভালোবাসার পথ চেয়ে থাকি আর ভালোবাসার মানে খুঁজে বেড়াই
শুধু তোমার মাঝেই।
বোঝিনা আমি ভালোবাসা কি জ্যোৎস্নার চেয়ে সুন্দর
ভালোবাসা কি কবিতার চেয়ে কষ্টের
ভালোবাসা কি ফুলের সৌরভ
ভালোবাসা কি সাগরের বিশালতা
কিংবা নদীর বয়ে যাওয়া জল
আমি বুঝতে পারি না কারন এই গোলা আমার প্রিয় ছিল তুমি আসার পরে সব কিছুর মানে তুমিই হয়ে গিয়েছ।
আমার কাছে ভালোবাসা মানে
তোমার বাড়ানো হাত আমায় কাছে টানার
কিংবা "শুধুই তুমি"
তোমার কি মনে পড়ে সেই দুই দিনের কথা যেখানে আমি আর তুমি খুব কাছে ছিলাম।

তোমার আর আমার প্রথম এক সাথে ছোট ছোট কদমে হাটা ভাল লাগার ফার্মগেট, তুমি হয়ত নিজেকে দেখনি আমি তুমাকে দেখেছি আর দেখেছি তোমার মাঝে আমার ভালোলাগার তুমি টা কে আমাক কাছে পেয়ে কত খুশি ছিল।
আমি হারিয়েছি নিজেকে , মুগ্ধতা জরানো তোমার মায়াবী ঐ হাসিতে। সহস্র কারনের মধ্যে একটি কারন প্রেমে পড়িতে। অজস্র প্রশ্ন মনে ভীর, ঠিকানা একটাই তোমার ঐ নীর । সারাক্ষন মনে হচ্ছে তোমার নীরে ভাসি, বারংবার বলি তোমায় ভালবাসি। ভাবি কিভাবে তোমায় বর্ণনা করব তোমাকে।
Image may contain: drawing

Popular posts from this blog

প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার..

পাত্রী যখন ছাত্রী.....অসাধারণ একটা ভালোবাসার গল্প আশা করি ভালো লাগবে...

এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে যে বড্ড কষ্ট হচ্ছে।

পাশের বাসায় আসা নতুন ভাড়াটিয়ার সুন্দরী মেয়েটিকে হঠাৎ আমার নজরে পড়লো ।

Keno Ei Nishongota PARTHO - Lyrics IN BANGLA