বিশ্ময় নিয়ে দেখবো তোমায় খুশি..!!

এই শোনো...?
তোমার কি রাত ভাললাগে..?
আমি তোমাকে নিয়ে বের হবো
নিশ্চুপ কোন আধাঁর রাতে,
নীরব রাতে তোমার সাথে বসে করবো গল্প...
পাশ দিয়ে বয়ে যাবে শান্ত সরু নদী,
বয়ে যাবে বাতাশ
সবুজ ফসলের শীষ ছুঁয়ে নিরবধি...
রাতের আধাঁরকে ভেদ করে
আকাশের গায়ে জেগে উঠবে মিষ্টি এক চাঁদ,
ঠিক তোমার কপালের চাঁদের মত
চাঁদের প্রতিচ্ছবি দেখবো আমি
তোমার চোখে, নদীর বুকে....
দিপ্তী আমি খুব কাছাকাছি বসব তোমার
নদীর ধারে ঘাসের গালিচায়,
চন্দ্রালোক ঘেরা তুমি আর আমি
আমি বিশ্ময় নিয়ে শুধু দেখব তোমায়...!!
দিপ্তী শোনো..?
তোমার কি বৃষ্টি ভাললাগে..?
আমি তোমাকে নিয়ে যাবো নিরক্ষীয় অঞ্চলে,
যেখানে অঝড় ধারায় বৃষ্টি ঝড়ে...
তুমি আমি ভিজবো,
যতক্ষন শীতের কাঁপুনি তোমাকে না কাঁপায়,
ততক্ষনই তুমি আমি ভিজবো...
ভিজতে আমি একটুও ভয় পাবোনা
জ্বরের, ঠান্ডার অথবা হাঁচির..
ভিজবো তোমার হাত ধরে ধরে,
তোমার ভেজা স্পর্শে, উষ্ণ আদরে...
ভিজে ভিজে আমি হব শিহরিত,
বৃষ্টিতে অথবা তোমার ভালবাসায়..!!
এই শোনো..?
তোমার কি মেঘ ভাললাগে..?
আমি তোমায় নিয়ে যাব হিমালয় চূড়ায়,
মেঘের দেশে তুমি আমি সুখের ভেলায় ভাসবো,
শূন্যে ভেসে বেড়ানো মেঘ দেখে তুমি হবে অভিভূত!!
তোমার কোমল হাতে মেঘ ছুঁয়ে আনন্দিত হবে তুমি,
আর আমি তোমার মেঘ ছোঁয়া হাতে চুমুতে চুমুতে
অধর করব শিক্ত...
তোমার আমার স্পর্শ দেখে মেঘ ছুটবে দুরন্ত বেগে,
কখনও বা ধীর-স্থির হয়ে যাবে...
তুমি হয়ে উঠবে চঞ্চল মেঘের সাথে হিমালয়ের বুকে,
আমি দেখবো তোমার চঞ্চলতা
আর বিশ্ময় নিয়ে দেখবো তোমায় খুশি..!!
Image may contain: one or more people and people standing

Popular posts from this blog

প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার..

পাত্রী যখন ছাত্রী.....অসাধারণ একটা ভালোবাসার গল্প আশা করি ভালো লাগবে...

এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে যে বড্ড কষ্ট হচ্ছে।

পাশের বাসায় আসা নতুন ভাড়াটিয়ার সুন্দরী মেয়েটিকে হঠাৎ আমার নজরে পড়লো ।

Keno Ei Nishongota PARTHO - Lyrics IN BANGLA