চাইলেও মেয়েরা এটা মন থেকে সরাতে পারে না।
আসলে মোবাইলে যেমন বাই ডিফল্ট কিছু অ্যাপস থাকে,মানুষের মনেও বাই ডিফল্ট কিছু অনুভূতি থাকে।
ছেলেদের আলাদা আর মেয়েদের আলাদা যেমন,
,
কারোটাই ছোট কিংবা বড় নয়। প্রত্যেকটি অনুভূতিই সমান।
একটি মেয়ে চোখে যতবার কাজল দেয় ততোবার সে তার প্রিয়জনের কথা ভাবে।সে চায়,সে প্রিয় মানুষটি তাকে বলুক,"আহা!আজ ডান চোখটা একটু বেশিই গাড় হয়ে গেছে।টানটা আর একটু ছোট হলে একদম পারফেক্ট হতো।"
এই ছোট্ট চাওয়াটাই বাই ডিফল্ট। চাইলেও মেয়েরা এটা মন থেকে সরাতে পারে না।
,
একটা ছেলে যেমন সারাদিনের কাজের পর ক্লান্ত শরীরে প্রিয় মানুষটির কোলে মাথা লুকিয়ে ঘুমোতে চায়,এটাও বাই ডিফল্ট। একটা ছোট্ট চাওয়া।চাইলেই মন থেকে সরানো যাবে না।
বাই ডিফল্ট এইসব অনুভূতি আমাদের মনে সেট করাই থাকে।
রিলেশন টিকিয়ে রাখতে হলে দুজনকেই এই ডিফল্ট অনুভূতির যত্ন নিতে হবে।
সাজুগুজু করে সে আপনার সামনে এসে দাঁড়ালে অবাক চোখে তাকিয়ে বলতে হবে,"হুম,সুন্দর হয়েছে।তবে ওই নীল টিপটা খুলে আজ কালোটা পরো।নজর লেগে যেতে পারে তো..!"
কেউ সারাদিন কাজের পর ক্লান্ত হয়ে বাসায় ফিরে ঘুম ঘুম কন্ঠে ফোন দিলে তাকে অভিযোগ করে, "সারাদিন কেন ফোন দিলে না? কি এতো কাজ করো তুমি?" না বলে বরং বলতে হবে,"পাশে আছি।ঘুমিয়ে পড়ো নিশ্চিন্তে।"
ছোট কথা এবং ছোট ছোট এই অনুভুতিগুলোকে খুব যত্ন করে রাখতে হয়।নইলে আফসোস করেই জীবন কাটাতে হবে।
আর দুনিয়ার সব দুঃখ গলায় নিয়ে বলতে হবে-
"আমি ভাল আছি,++++++
.
দিপ্তী তুমি আমাকে যতটা মিস কর আমিও তোমাকে ততটাই মিস করি...
ছেলেদের আলাদা আর মেয়েদের আলাদা যেমন,
,
কারোটাই ছোট কিংবা বড় নয়। প্রত্যেকটি অনুভূতিই সমান।
একটি মেয়ে চোখে যতবার কাজল দেয় ততোবার সে তার প্রিয়জনের কথা ভাবে।সে চায়,সে প্রিয় মানুষটি তাকে বলুক,"আহা!আজ ডান চোখটা একটু বেশিই গাড় হয়ে গেছে।টানটা আর একটু ছোট হলে একদম পারফেক্ট হতো।"
এই ছোট্ট চাওয়াটাই বাই ডিফল্ট। চাইলেও মেয়েরা এটা মন থেকে সরাতে পারে না।
,
একটা ছেলে যেমন সারাদিনের কাজের পর ক্লান্ত শরীরে প্রিয় মানুষটির কোলে মাথা লুকিয়ে ঘুমোতে চায়,এটাও বাই ডিফল্ট। একটা ছোট্ট চাওয়া।চাইলেই মন থেকে সরানো যাবে না।
বাই ডিফল্ট এইসব অনুভূতি আমাদের মনে সেট করাই থাকে।
রিলেশন টিকিয়ে রাখতে হলে দুজনকেই এই ডিফল্ট অনুভূতির যত্ন নিতে হবে।
সাজুগুজু করে সে আপনার সামনে এসে দাঁড়ালে অবাক চোখে তাকিয়ে বলতে হবে,"হুম,সুন্দর হয়েছে।তবে ওই নীল টিপটা খুলে আজ কালোটা পরো।নজর লেগে যেতে পারে তো..!"
কেউ সারাদিন কাজের পর ক্লান্ত হয়ে বাসায় ফিরে ঘুম ঘুম কন্ঠে ফোন দিলে তাকে অভিযোগ করে, "সারাদিন কেন ফোন দিলে না? কি এতো কাজ করো তুমি?" না বলে বরং বলতে হবে,"পাশে আছি।ঘুমিয়ে পড়ো নিশ্চিন্তে।"
ছোট কথা এবং ছোট ছোট এই অনুভুতিগুলোকে খুব যত্ন করে রাখতে হয়।নইলে আফসোস করেই জীবন কাটাতে হবে।
আর দুনিয়ার সব দুঃখ গলায় নিয়ে বলতে হবে-
"আমি ভাল আছি,++++++
.
দিপ্তী তুমি আমাকে যতটা মিস কর আমিও তোমাকে ততটাই মিস করি...