বারবার চোখের জলে ভিজে যায় না ডাইরির পাতা।
কি লিখি তোমায়.....
বারবার চোখের জলে ভিজে যায় না ডাইরির পাতা।কন্ঠস্বর রুদ্ধ করে দেয় না জমাট বাঁধা বাষ্প।ভাষারা পাল্টে নেয় না তার গতিপথ।সম্মধনহীন,বিশেষনহীন কতিপয় অর্থহীন বাক্য নিয়ে কি লিখি তোমায়...........।
ভালো লাগার মানুষটির একটি ভালো কথা যেমন প্রতিটি মানুষের জীবনে অতি উৎসাহের ও আনন্দদায়ক হয়,,,, ঠিক তেমনি সেই মানুষটির ছোট্ট একটু খানি বেখালি কথা বা সামান্যতম অবহেলাও মানুষের জন্য অতি কষ্টের ও তার জীবনের স্বাভাবিকতাকে দূর্গম করে তোলে,,আর ঐ মানুষটির প্রতি আস্থা ও বিশ্বাস না হারালে ও কারণে অকারণে আর কোন মানুষের প্রতি পুনরায় সেই পুলকিত আবেগ ও অনুভূতি প্রকাশ করতে পারে না,,তার জীবনের চলমান গতিপথ বদলে যায়,, কেউ কেউ সেখান থেকে প্রকৃতির প্রতি বিরূপ হয় এবং বাস্তবতাকে মেনে নিয়ে পরবর্তী সিদ্ধান্তে অটল থাকে, আবার কেউ বা ঐ তিক্ত অনুভূতিকে স্মৃতির পাতায় ধরে রেখে নিজের অস্তিত্বেকে ধ্বংস করে দেয় ।
,
কিন্তু দেখ আমি তোমাকে নিয়ে কত কিছু ভাবি আমি
চেয়েছিলাম মেঘরাজ জ্যোৎস্নায় ভরে দিতে তোমার নির্জল বারান্দা।হয়তো ঠিকি জ্যোৎস্নামায়া মাখা আলোয় ঝিকিমিকি করছে, ভরে যাচ্ছে তোমার নির্মলপাড়া! তবুও তুমি ভালনেই।
চেয়েছিলাম শরতের কাশফুল শিশির ভেজা সকালে তোমার আঙ্গুলের ফাকে রেখে হাটব বিস্তর দিগন্ত ধরে, মন বনে চারিধার জুড়ে শীতল ঝড়ানো হাওয়া হলদে পাখির মধুর সুরে মনফড়িং দিবে দোলা ! চাইলে থাকতে পারতা তোমার তো আবার একটা প্রবলেম আছে তাই অনেকটা দূরে আছ আমাকে অনেকটা ভালবেসে আমার মতো মেঘ পিয়নের জন্যে!
স্বপ্ন ছিল একরাশ-
তোমাকে নিয়ে একটি জোৎস্না ভেজা রাত
নি'ঘুম কাটিয়ে দিবো,
তোমার কাধে হাত রেখে
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে।
আমার বাহুতলে জরিয়ে ধরে তোমাকে
মাঝে মাঝে তোমার চোখে চোখ রাখার স্বপ্ন ছিল-
তোমাকে নিয়ে বাসর রাত সাজাঁবো চাঁদের আলোয়.
বকুল ফুলের সুবাসে তোমার মেহদী রাঙা হাত
আমার হাতে রেখে,
পছন্দের সব ক'টি গান তোমাকে শোনাবো
গিটার বাজিয়ে আর যখন ক্লান্ত হবো
তোমার নরম বুকে মাথা রেখে
কিছুক্ষণ ঘুমাবো।
আমার অপেক্ষায় তুমি বসে বসে অপেক্ষারত গান গাইবে তখন
আর আমি আস্তে আস্তে চুপটি করে,
তোমার চোখ দু'টি ধরে কপালে পাপপা দিবো
তুমি হাত সরিয়ে যৌবনের তীব্র আবেগে,
আমাকে জড়িয়ে ধরে কি যেন বলবে?
ছিল বাসনা-
তোমাকে আমি পাবো আর আমাকে তুমি,
তোমাকে নিয়ে স্বপ্নের সীমানায় হারিয়ে যাবো
শুধু দু'জনে।
জানি আজ তুমি ভালনেই তোমার চেনা অভিমুখী
অনূভুতির দেশে।
তবে যদি কখনো একা হয়ে যাও আমি জানি
মনে পড়বে আমায়....?
দেখো স্মৃতি হয়ে মিশে রবো সূদুর ঐ অন্তরীক্ষে
তোমার শয্যার পাশে তখনো ভোর হবে না ;আমায় পাবে তুমি জোনাকির স্পর্শে ।
যদি কোন বৃষ্টি ভেজা রাতে তোমার ঘুম আসেনা চোখে-
বাতায়নের পাশে তুমি এসে দাড়িও-
হিমেল হাওয়ার ভেসে ছুঁয়ে যাব তোমায়;
থাকবো তোমার আকাশে সন্ধ্যা তারা হয়ে-
কিংবা ব্যকুল হৃদয়ের তৃপ্তিটায়,
থাকবো তোমার চেতনা জুড়ে কিংবা ব্যস্ত বিমনায়;
আমি হবো তোমার চেনা পথ-
কিংবা দূসর সোনালীক্ষনে ভালোবাসায়।
।
#খুব_অসহায়_লাগছে_আত্মপক্ষকে
বারবার চোখের জলে ভিজে যায় না ডাইরির পাতা।কন্ঠস্বর রুদ্ধ করে দেয় না জমাট বাঁধা বাষ্প।ভাষারা পাল্টে নেয় না তার গতিপথ।সম্মধনহীন,বিশেষনহীন কতিপয় অর্থহীন বাক্য নিয়ে কি লিখি তোমায়...........।
ভালো লাগার মানুষটির একটি ভালো কথা যেমন প্রতিটি মানুষের জীবনে অতি উৎসাহের ও আনন্দদায়ক হয়,,,, ঠিক তেমনি সেই মানুষটির ছোট্ট একটু খানি বেখালি কথা বা সামান্যতম অবহেলাও মানুষের জন্য অতি কষ্টের ও তার জীবনের স্বাভাবিকতাকে দূর্গম করে তোলে,,আর ঐ মানুষটির প্রতি আস্থা ও বিশ্বাস না হারালে ও কারণে অকারণে আর কোন মানুষের প্রতি পুনরায় সেই পুলকিত আবেগ ও অনুভূতি প্রকাশ করতে পারে না,,তার জীবনের চলমান গতিপথ বদলে যায়,, কেউ কেউ সেখান থেকে প্রকৃতির প্রতি বিরূপ হয় এবং বাস্তবতাকে মেনে নিয়ে পরবর্তী সিদ্ধান্তে অটল থাকে, আবার কেউ বা ঐ তিক্ত অনুভূতিকে স্মৃতির পাতায় ধরে রেখে নিজের অস্তিত্বেকে ধ্বংস করে দেয় ।
,
কিন্তু দেখ আমি তোমাকে নিয়ে কত কিছু ভাবি আমি
চেয়েছিলাম মেঘরাজ জ্যোৎস্নায় ভরে দিতে তোমার নির্জল বারান্দা।হয়তো ঠিকি জ্যোৎস্নামায়া মাখা আলোয় ঝিকিমিকি করছে, ভরে যাচ্ছে তোমার নির্মলপাড়া! তবুও তুমি ভালনেই।
চেয়েছিলাম শরতের কাশফুল শিশির ভেজা সকালে তোমার আঙ্গুলের ফাকে রেখে হাটব বিস্তর দিগন্ত ধরে, মন বনে চারিধার জুড়ে শীতল ঝড়ানো হাওয়া হলদে পাখির মধুর সুরে মনফড়িং দিবে দোলা ! চাইলে থাকতে পারতা তোমার তো আবার একটা প্রবলেম আছে তাই অনেকটা দূরে আছ আমাকে অনেকটা ভালবেসে আমার মতো মেঘ পিয়নের জন্যে!
স্বপ্ন ছিল একরাশ-
তোমাকে নিয়ে একটি জোৎস্না ভেজা রাত
নি'ঘুম কাটিয়ে দিবো,
তোমার কাধে হাত রেখে
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে।
আমার বাহুতলে জরিয়ে ধরে তোমাকে
মাঝে মাঝে তোমার চোখে চোখ রাখার স্বপ্ন ছিল-
তোমাকে নিয়ে বাসর রাত সাজাঁবো চাঁদের আলোয়.
বকুল ফুলের সুবাসে তোমার মেহদী রাঙা হাত
আমার হাতে রেখে,
পছন্দের সব ক'টি গান তোমাকে শোনাবো
গিটার বাজিয়ে আর যখন ক্লান্ত হবো
তোমার নরম বুকে মাথা রেখে
কিছুক্ষণ ঘুমাবো।
আমার অপেক্ষায় তুমি বসে বসে অপেক্ষারত গান গাইবে তখন
আর আমি আস্তে আস্তে চুপটি করে,
তোমার চোখ দু'টি ধরে কপালে পাপপা দিবো
তুমি হাত সরিয়ে যৌবনের তীব্র আবেগে,
আমাকে জড়িয়ে ধরে কি যেন বলবে?
ছিল বাসনা-
তোমাকে আমি পাবো আর আমাকে তুমি,
তোমাকে নিয়ে স্বপ্নের সীমানায় হারিয়ে যাবো
শুধু দু'জনে।
জানি আজ তুমি ভালনেই তোমার চেনা অভিমুখী
অনূভুতির দেশে।
তবে যদি কখনো একা হয়ে যাও আমি জানি
মনে পড়বে আমায়....?
দেখো স্মৃতি হয়ে মিশে রবো সূদুর ঐ অন্তরীক্ষে
তোমার শয্যার পাশে তখনো ভোর হবে না ;আমায় পাবে তুমি জোনাকির স্পর্শে ।
যদি কোন বৃষ্টি ভেজা রাতে তোমার ঘুম আসেনা চোখে-
বাতায়নের পাশে তুমি এসে দাড়িও-
হিমেল হাওয়ার ভেসে ছুঁয়ে যাব তোমায়;
থাকবো তোমার আকাশে সন্ধ্যা তারা হয়ে-
কিংবা ব্যকুল হৃদয়ের তৃপ্তিটায়,
থাকবো তোমার চেতনা জুড়ে কিংবা ব্যস্ত বিমনায়;
আমি হবো তোমার চেনা পথ-
কিংবা দূসর সোনালীক্ষনে ভালোবাসায়।
।
#খুব_অসহায়_লাগছে_আত্মপক্ষকে