আমার মনের ওপারে ও যদি কেউ থাকে সেইটাও তুমি।

তোমাকে ভালবাসি কিনা জানিনা
কিন্তু আশেপাশে "ভালবাসা" শব্দটা শুনলে,
তোমার মুখটা সবার আগে মনে পড়ে...
.
আমি একাটু অগোছালো আর একটু বেশী ব্যস্ত থাকি।আজ শুক্রবার তবুও তোমাকে একটু সময় দিতে পারছি না।তুমি বলতে পার যে আজকে আমার কি কাজ কিন্তু দিপ্তী তুমি জান না শুক্রবারে আমি সবথেকে বেশি ব্যস্ত থাকি কারন আমাকে এক সপ্তাহব্যাপী যা হবে তার শিডিউল করতে হয়।

তুমি মাঝে মাঝে রাগ কর আমি কেন কিছু বলিনা জান কারন তোমার রাগ করাটা কমন ব্যাপার আমি একটু বেশী ইগনোর করি তোমাকে আর যখন তোমাকে আমি বোঝাই কেন এমন করেছি তখন আমার সব কথাই শোন তখন আমি আবার আমার সেই দিপ্তীকে পাই যে দিপ্তী কাঁদো কাঁদো কন্ঠে আমাকে একটুআধটু গালাগাল করে আর হাজারো ছোট ছোট ইচ্ছে যা শুধু আমাকে ঘিরে ভাবে...

সত্যি বলতে কি তখন আমি বোঝতে পারি আমার দিপ্তী আমাকে টিক কতটা ভালবাসে,আমি আমার কাঁদোকাঁদো দিপ্তীটাকে এতটাই ভালবাসি যে তোমাকে হাজারবার ভালবাসি বলেও বোঝানো যাবেনা।

একটা কথাই বলবো...
,
আমার মনের ওপারে ও যদি কেউ থাকে সেইটাও তুমি।
Image may contain: one or more people and close-up

Popular posts from this blog

প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার..

পাত্রী যখন ছাত্রী.....অসাধারণ একটা ভালোবাসার গল্প আশা করি ভালো লাগবে...

এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে যে বড্ড কষ্ট হচ্ছে।

পাশের বাসায় আসা নতুন ভাড়াটিয়ার সুন্দরী মেয়েটিকে হঠাৎ আমার নজরে পড়লো ।

Keno Ei Nishongota PARTHO - Lyrics IN BANGLA