'রিকশা' যার আভিধানিক অর্থ হলো 'মনুষ্যবাহিত বাহন'।

আরে ভাই আরও জোরে চলেন না, যেভাবে যাচ্ছেন তারচেয়ে ঠেলাগাড়ি ও জোরে চলে। ইফতারি আজ রাস্তায় করতে হবে। আর তোমাকে না কতবার বলছি এই সব বয়স্ক লোকদের রিকশায় উঠবে না। ছেলেমেয়ে ২ টা আমার জন্য বসে আছে। আল্লাহ রহম করো।
.
হ্যা আমি সেই সব লোকদের কথা বলছি যারা আমাদের কে নিজের কাধে নিয়ে ঘুরে বেড়ায়।
.
বয়সের বাড়ে যাদের ঘার কুজো হয়ে গেছে তারপর ও ছুটে চলে অবিরাম।
.
তাদের আমরা ডাকি খালি, কেউ মামা। কেউ চাচা কিংবা ভাই।
.
মার্কিন মিশনারি জোনাথন স্কোবি ১৮৬৯ সালে রিকশা উদ্ভাবন করলেও
ঢাকা বিশ্বের রিকশা রাজধানী নামে পরিচিত।
.
স্কোবি থাকতেন জাপানের সিমলায়।
.
বাংলা 'রিকশা' শব্দটি এসেছে জাপানী 'জিন্‌রিকিশা' (人力車, 人 জিন্ = মানুষ, 力 রিকি = শক্তি, 車 শা = বাহন) শব্দটি থেকে, যার আভিধানিক অর্থ হলো 'মনুষ্যবাহিত বাহন'।
.
১৯০০ সালে কলকাতায়, তবে মালপত্র বহনের জন্য। ১৯১৪ সালে কলকাতা পৌরসভা রিকশায় যাত্রী পরিবহনের অনুমতি দেয়। ততদিনে ব্রক্ষদেশ মানে মিয়ানমারের রেঙ্গুনেও রিকশা জনপ্রিয় হয়ে ওঠে।
.
১৯১৯ সালে রেঙ্গুন থেকে রিকশা আসে চট্টগ্রামে। তবে ঢাকায় রিকশা চট্টগ্রাম থেকে আসেনি; এসেছে কলকতা থেকে। নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের ইউরোপীয় পাট ব্যবসায়ীরা নিজস্ব ব্যবহারের জন্য কলকাতা থেকে ঢাকায় রিকশা আনেন।
.
এই শহরে রোজ প্রায় ৪,০০,০০০টি সাইকেল রিকশা চলাচল করে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যমতে, ঢাকায় কমপক্ষে পাঁচ লক্ষাধিক রিকশা চলাচল করে এবং ঢাকার ৪০ শতাংশ মানুষই রিকশায় চড়ে।
.
২০১৫ সালের গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের প্রকাশনায় এ সম্পর্কিত একটি বিশ্বরেকর্ড অন্তর্ভুক্ত করা হয়।
.
শহরটিতে রিকশা একদিকে যেমন পুরানো বাহন, তেমনি এই রিকশার কারণে সৃষ্টি হয় প্রচণ্ড যানজট।
.
যারা রোদে পুরে বৃষ্টিতে ভিজে রিকশা চালিয়েও আমাদের মন জয় করতে পারে না। উল্টা পাল্টা হলে বাবার বয়সী কাউকে চড় থাবা দিতে ২ বার ভাবতে হয় না।
.
লজ্জাটা শুধু কাদের তাই জানতে ইচ্ছা করে?
.
লজ্জা ঘৃণা তো সেদিন উঠে গেছে যখন বাবা চাচার বয়সী রিকশায় হুক তুলে......
নাউজুবিল্লা বলা তখন ফরজ হয়ে যায়।
.
থাক রমজান মাসে অশ্লীলতার দিকে না যাই।
.
বৃদ্ধ রিকশা চালক ৫ টাকা বেশি চাইছে দেখে ছেলেটা ধমক দিয়ে এসে ফেসবুকে মানবতার পক্ষে গলা ফাটায়।
.
মানবতা আজ কোথায়?
.
রিকশা চালিয়ে জসীম, আলমগীর কোটিপতি হতে পারলেও অন্যদের ভাগ্য খোলে নাই।
.
তাদের সর্বোচ্চ প্রাপ্য বলতে বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত বিশ্বকাপ ক্রিকেট ২০১১-এর বাংলাদেশে অনুষ্ঠেয় উদ্বোধনী অনুষ্ঠানে, যেখানে বাংলাদেশের রিকশায় করে মাঠে উপস্থিত হন অংশগ্রহণকারী দলগুলোর দলপতিরা।
.
পাশাপাশি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে বিশ্বকাপে আগত অতিথিদের বরণে ঢাকার বিভিন্ন স্থানে রাস্তার পাশে ৭টি রিকশা পাশাপাশি বসিয়ে পিছনে WELCOME-এর প্রতিটি হরফ আলাদা আলাদাভাবে লিখে স্বাগত জানানো হয়।
.
এছাড়া ঐবছর বিশ্বকাপকে উপলক্ষ করেসিএনএনগো ওয়েবসাইট প্রকাশ করে ঢাকার দশটি বিষয়ের বর্ণনামূলক প্রতিবেদন, যে দশটি বিষয় দিয়ে চেনা যাবে ঢাকাকে, যার তৃতীয়টিই ছিল রিকশাচিত্র।
.
আপনি রোজা রেখে ব্যস্ততা দেখাচ্ছেন সেখানে সে রোজা আছে কি না জানার চেষ্টা করছেন?
.
গালাগালি কিংবা গায়ে হাত তোলার সময় মনে থাকে না কিন্তু পত্রিকায় বাসের চাপায় রিকশাচালক নিহত হলে আফসোসের দীর্ঘনিশ্বাসের শেষ থাকে না।
.
দীর্ঘনিশ্বাসে বুকটা ফেটে যায় যখন দেখি মায়ের বয়সের কেউ রিকশা চালাচ্ছে।
.
হায়রে দেশ, হায়রে আমার স্বাধীনতা।
.
বৃদ্ধা যখন বৃষ্টিতে ভিজে রিকশা চালায় কয়জন আমরা মাথায় ছাতা ধরি? তখন কোথায় থাকে আমাদের মানবতা।
.
আর জাতি হিসাবে তো আমাদের স্বভাব আছে বয়স্ক কারো রিকশায় না চড়া।
.
লেখা শেষ করার আগে একটু নিজের ঢোল নিজে পিটিয়ে যাই। কেননা বদনাম করার জন্য তো হেটার্সরা আছে।
.
একবার বর্ষার সময় রিকশা নিলাম। রিকশাচালক বৃষ্টিতে ভিজতেছিল। তার কোন রেইনকোড ছিল না। কারন জিজ্ঞেস করলে, টাকার অভাবে কিনতে পারে নাই।
.
তখন তাকে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ টাকা বেশি দিলাম। সে অবাক হয়ে বললো ১০০ টাকা বেশি দিলেন।
.
আমি হাসিমুখে বললাম মামা টাকাটা রাখেন পারলে রেইনকোড কিনবেন।
.
যদিও টাকাটা যথেষ্ট ছিল না।
.
কিন্তু আমি বিশ্বাস করি হয়তো আমার মত কেউ কিছু সাহায্য করছে।
.

Popular posts from this blog

প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার..

পাত্রী যখন ছাত্রী.....অসাধারণ একটা ভালোবাসার গল্প আশা করি ভালো লাগবে...

এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে যে বড্ড কষ্ট হচ্ছে।

পাশের বাসায় আসা নতুন ভাড়াটিয়ার সুন্দরী মেয়েটিকে হঠাৎ আমার নজরে পড়লো ।

Keno Ei Nishongota PARTHO - Lyrics IN BANGLA