আমাদের প্রতিটি মানুষের ইচ্ছা,

Image result for DONE PICআমাদের প্রতিটি মানুষের ইচ্ছা, প্রত্যাশা যখন ব্যর্থ হয় তখন আমরা হতাশায় ভুগি, মানসিক কষ্টে তিলে তিলে নিজেকে শেষ করে দেয়... তখন আমরা ভেবে বসি যে, আমার পক্ষে এই কাজ হবে না, ঘুরাতে দাঁড়াতে পারবো না, আমি কিছুই পারবো নানান রকম কথা বলে জীবনটাকে বিষন্ন করে তুলি... ধীরে ধীরে কূল কিনারাহীন জীবন তরীটিকে ভাঁসিয়ে দেয় অজানায়...
নিজের জীবনের প্রতি আর কোনো নিয়ন্ত্রণ থাকে না, দূর্বিষহ হয়ে পড়ে... অনেকেই আবার এই মানসিক যন্ত্রনা থেকে বাঁচার জন্য অকালে আত্মহুতি ঘটায়..
অথচ, আমরা একবারের জন্য ভাবি না, আমার নিজের কি আছে, কোন অবস্থায় আছি, আমি যে অবস্থানে আছি সেটা নিয়ে কি আমি সন্তুষ্ট না...?? যদি সত্যি সন্তুষ্ট হতে পারি তাহলে আমার সফলতা... কেননা, তোমার চেয়ে অনেকে মানুষ আছে যাদের হাত, পা, চোখ নেই, অনেকের আবার কঠিনতম রোগ হয়ে হাসপাতালের বেডে শুয়ে থেকে আরেকবার বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে...
তাদের তুলনায় তুমি অনেক ভালো আছো, তোমার একটি পরিবার আছে, বাড়ি আছে, তোমার হাত, পা সবকিছু আছে তাহলে তুমি এত কেন কষ্টে থাকবে, কেন এত হতাশায় ডুবে থাকবে...?? যাদের কিছুই নেই এই পৃথিবীতে, তাদের চেয়ে তোমার কষ্ট, হতাশা'টায় বড়....?? না, কখনও না...!!

তুমি যখন নিজের যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারো এবং অন্যের সাথে নিজেকে যখন তুলনা করা বাদ দিবে তখন থেকে তুমি সুখী হবে... সকল প্রকার হতাশা, মানসিক চিন্তা সবকিছু উধাও হয়ে যাবে..
একবার ব্যর্থ হয়ছো তো কি হয়ছে,?? সেখান থেকে শিক্ষা নাও ঘুরে দাঁড়াও দেখবে সফলতা এসে যাবে..
পৃথিবীতে তুমি যতদিন বেঁচে থাকো না কেন তুমি যখনি পাওয়া না পাওয়ার হিসাবে নিজেকে মগ্ন রাখবা ততই তুমি কষ্টে ভুগবে আর যখন তুমি পাওয়া না পাওয়ার হিসাব না করে বরং জীবনকে তুমি কতটুকু বাস্তব সম্মত ভাবে মূল্যায়ন করেছো তা যদি হিসেব করো তাহলে তুমি তোমার দোষ, ত্রুটি খুব সহজেই লক্ষ্য করতে পারবে এবং তা থেকে পরবর্তীতে সংশোধন করে সুন্দর ভাবে জীবন অতিবাহিত করার আরেক
বার সুবর্ণ সুযোগ পাবে......!!
 Image result for DONE PIC  

Popular posts from this blog

প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার..

পাত্রী যখন ছাত্রী.....অসাধারণ একটা ভালোবাসার গল্প আশা করি ভালো লাগবে...

এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে যে বড্ড কষ্ট হচ্ছে।

পাশের বাসায় আসা নতুন ভাড়াটিয়ার সুন্দরী মেয়েটিকে হঠাৎ আমার নজরে পড়লো ।

Keno Ei Nishongota PARTHO - Lyrics IN BANGLA