যারা বিকেল চিন্তা করছেন কি কি মেনু দিয়ে ইফতারি করবেন,

Image result for shab e barat
যারা বিকেল চিন্তা করছেন কি কি মেনু দিয়ে ইফতারি করবেন,
.
আপনি হয়তো জানেন অন্য কারো ভরসা এক ক্লাস পানি তার সাথে দু'টা খেজুর কিংবা কয়েক মুঠো মুড়ি।
.
সেহেরীতে একের পর খাবার দেখে কোনটা রেখে কোনটা খাবেন ভাবছেন,
.
আপনি হয়তো জানেন না ছোট ছেলেটা শাকপাতা দিয়ে খাবার শেষ করে মা কে বলছে, খাবারের আর কিছু নেই মা।
.
আমার মতো যারা ভাবছেন কয়েকটা রোজার পর পর ই ঈদের শপিং সেড়ে ফেলবেন।
.
আপনি হয়তো জানেন না অন্য কারো ভরসা গত বছরের শার্ট প্যান্ট।
.
প্রচন্ড গরমে আসলেই রোজা রাখতে কষ্ট হয়। বৃষ্টি হলে মন্দ হতো না এমন টা যারা ভাবছেন।
.
আপনি হয়তো জানেন না বৃষ্টিতে ফুটপাতের দোকানি ভাই হয়তো বলতেছে এবার বৃষ্টি হলে ছোট ছেলেমেয়েদের জামা কাপড় কিনে দিতে পারবো না।
.
সেই অন্য কেউ আর কেউ না, হয়তো আপনার প্রতিবেশী কিংবা আপনার পরিচিত কেউ।
.
কিন্তু আপনি কি জানেন?
.

Image result for shab e barat 
 "রাসূল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী অভুক্ত থাকে, সে মুমিন নয়।"
.
রিকশা বসে যাকে ধমক দিয়ে বলতেছেন মামা তাড়াতাড়ি চলেন ইফতারি সময় হয়ে গেছে।
.
আপনি হয়তো জানেন না রোজা রেখে সে সকাল থেকে রিকশা চালাচ্ছে।
.
আর আমাদের সবার মধ্যে একটা প্রবণতা আছে বয়স্ক রিকশাচালকের রিকশায় উঠি না।
.
কেননা সে ঠিকমতো রিকশা চালাতে পারবে না।
.
বাহ..! সত্যিই আজব প্রাণী আমরা।
.
অদ্ভুত সব আচরণ।
.
মনটা ভেঙে যায় যখন দেখি ইফতারি সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে মানুষের মৃত্যু।
.
ইফতারি শেষে আমার জানতে ইচ্ছা করে অসহায় মানুষগুলো কি দিয়ে ইফতারি করছে? 

 Image result for shab e barat

Popular posts from this blog

প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার..

পাত্রী যখন ছাত্রী.....অসাধারণ একটা ভালোবাসার গল্প আশা করি ভালো লাগবে...

এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে যে বড্ড কষ্ট হচ্ছে।

পাশের বাসায় আসা নতুন ভাড়াটিয়ার সুন্দরী মেয়েটিকে হঠাৎ আমার নজরে পড়লো ।

Keno Ei Nishongota PARTHO - Lyrics IN BANGLA