যারা বিকেল চিন্তা করছেন কি কি মেনু দিয়ে ইফতারি করবেন,
যারা বিকেল চিন্তা করছেন কি কি মেনু দিয়ে ইফতারি করবেন,
.
আপনি হয়তো জানেন অন্য কারো ভরসা এক ক্লাস পানি তার সাথে দু'টা খেজুর কিংবা কয়েক মুঠো মুড়ি।
.
সেহেরীতে একের পর খাবার দেখে কোনটা রেখে কোনটা খাবেন ভাবছেন,
.
আপনি হয়তো জানেন না ছোট ছেলেটা শাকপাতা দিয়ে খাবার শেষ করে মা কে বলছে, খাবারের আর কিছু নেই মা।
.
আমার মতো যারা ভাবছেন কয়েকটা রোজার পর পর ই ঈদের শপিং সেড়ে ফেলবেন।
.
আপনি হয়তো জানেন না অন্য কারো ভরসা গত বছরের শার্ট প্যান্ট।
.
প্রচন্ড গরমে আসলেই রোজা রাখতে কষ্ট হয়। বৃষ্টি হলে মন্দ হতো না এমন টা যারা ভাবছেন।
.
আপনি হয়তো জানেন না বৃষ্টিতে ফুটপাতের দোকানি ভাই হয়তো বলতেছে এবার বৃষ্টি হলে ছোট ছেলেমেয়েদের জামা কাপড় কিনে দিতে পারবো না।
.
সেই অন্য কেউ আর কেউ না, হয়তো আপনার প্রতিবেশী কিংবা আপনার পরিচিত কেউ।
.
কিন্তু আপনি কি জানেন?
.
"রাসূল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী অভুক্ত থাকে, সে মুমিন নয়।"
.
রিকশা বসে যাকে ধমক দিয়ে বলতেছেন মামা তাড়াতাড়ি চলেন ইফতারি সময় হয়ে গেছে।
.
আপনি হয়তো জানেন না রোজা রেখে সে সকাল থেকে রিকশা চালাচ্ছে।
.
আর আমাদের সবার মধ্যে একটা প্রবণতা আছে বয়স্ক রিকশাচালকের রিকশায় উঠি না।
.
কেননা সে ঠিকমতো রিকশা চালাতে পারবে না।
.
বাহ..! সত্যিই আজব প্রাণী আমরা।
.
অদ্ভুত সব আচরণ।
.
মনটা ভেঙে যায় যখন দেখি ইফতারি সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে মানুষের মৃত্যু।
.
ইফতারি শেষে আমার জানতে ইচ্ছা করে অসহায় মানুষগুলো কি দিয়ে ইফতারি করছে?