কাছের মানুষ গুলোকে ভালো রাখার চেষ্টা করবেন
ভালোবাসেন যখন ভালোসাটাকে একটু কেয়ার
করতে শিখুন,ভালোবাসা ভাল থাকবে !
মানুষটার ছোট ছোট ভাল লাগা গুলোকে গুরুত্ব
দিন,ভালোবাসা ভাল থাকবে !
সে আপনাকে খুব ভালোবাসে, ছেড়ে যাওয়ার
কোনো সুযোগই নেই -
এটা বুঝতে পারার পর গা ছাড়া ভাব না দেখিয়ে ওই
মানুষটাকে একটু প্রায়োরিটি দিন,ভালোবাসা ভাল
থাকবে !
মানুষটা আপনাকে মিস করে,আপনাকে নিয়ে খুব
বেশী কনসার্ন বলেই হয়তো আপনার একটু
লেট হলে মেসেজ বা কনটাক্ট করতে ঝগড়া বা
চিল্লাচিল্লি করে,আর এটাকে প্যারা না ভেবে,বিরক্ত
না হয়ে ভালোবাসা ভেবে নিন..ভালোবাসা ভালো
থাকবে !
একটা কথা,
সবার জীবনে খুব কমই এমন মানুষ আসে !
স্বার্থপর এই দুনিয়ায় স্বার্থ ছাড়া যখন কেউ এক চুল
পরিমাণ নড়েনা তখন এমন মানুষ কারো জীবনে
আসাটা অনেকটা আশীর্বাদস্বরুপ !
তাই এদেরকে বেখেয়ালে,অবহেলায় হারাবেন
না.....একটা কথা মনে রাখবেন-- পৃথিবীতে এতো মানুষ থাকতে.. আপনার ভালোবাসার মানুষ টা শুধু আপনাকেই ভালোবাসে। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে....।।। তাই ভালোবাসার নামে ছলনা করে কাউকে কষ্ট দিবেন না.....
কাছের মানুষ গুলোকে ভালো রাখার চেষ্টা করবেন...।
করতে শিখুন,ভালোবাসা ভাল থাকবে !
মানুষটার ছোট ছোট ভাল লাগা গুলোকে গুরুত্ব
দিন,ভালোবাসা ভাল থাকবে !
সে আপনাকে খুব ভালোবাসে, ছেড়ে যাওয়ার
কোনো সুযোগই নেই -
এটা বুঝতে পারার পর গা ছাড়া ভাব না দেখিয়ে ওই
মানুষটাকে একটু প্রায়োরিটি দিন,ভালোবাসা ভাল
থাকবে !
মানুষটা আপনাকে মিস করে,আপনাকে নিয়ে খুব
বেশী কনসার্ন বলেই হয়তো আপনার একটু
লেট হলে মেসেজ বা কনটাক্ট করতে ঝগড়া বা
চিল্লাচিল্লি করে,আর এটাকে প্যারা না ভেবে,বিরক্ত
না হয়ে ভালোবাসা ভেবে নিন..ভালোবাসা ভালো
থাকবে !
একটা কথা,
সবার জীবনে খুব কমই এমন মানুষ আসে !
স্বার্থপর এই দুনিয়ায় স্বার্থ ছাড়া যখন কেউ এক চুল
পরিমাণ নড়েনা তখন এমন মানুষ কারো জীবনে
আসাটা অনেকটা আশীর্বাদস্বরুপ !
তাই এদেরকে বেখেয়ালে,অবহেলায় হারাবেন
না.....একটা কথা মনে রাখবেন-- পৃথিবীতে এতো মানুষ থাকতে.. আপনার ভালোবাসার মানুষ টা শুধু আপনাকেই ভালোবাসে। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে....।।। তাই ভালোবাসার নামে ছলনা করে কাউকে কষ্ট দিবেন না.....
কাছের মানুষ গুলোকে ভালো রাখার চেষ্টা করবেন...।