তিন শব্দের খেলার নাম জীবন।
তিন শব্দের খেলার নাম জীবন। খুব বেশী খাটতে হয়নি আমাকে এর সংজ্ঞা বের
করতে। শুধু কিছু মানুষের জীবন কে বুঝার চেষ্টা করেছিলাম। তিন শব্দের কিছু
বাক্য রয়েছে যা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপুর্ন ভুমিকা রাখে। যেমন
১। আমি তোমাকে ভালোবাসি
২। আমি সুখ চাই
৩। একটি চাকুরী দরকার
৪। মা হতে চাই
৫। এবার মরলেই শান্তি
ইত্যাদি... ইত্যাদি
১। আমি তোমাকে ভালোবাসি
২। আমি সুখ চাই
৩। একটি চাকুরী দরকার
৪। মা হতে চাই
৫। এবার মরলেই শান্তি
ইত্যাদি... ইত্যাদি
ভালোবাসা চাইতে গিয়ে যে ছেলেটি আজ ভালোবাসাহীন। ভালোবাসা দিতে গিয়ে যে
মেয়েটি আজ চরিত্রহীন। তাদের দুজনেরই শেষ চাওয়া এবার মরলেই শান্তি।
একটি চাকুরী নেই বলে ছেলেটি মেয়েটিকে ভালোবাসি কথাটি জানাতে পারছেনা। একদিন কলেজ লাইব্রেরি তে সে শুনেছিলো তার বান্ধবীর মুখে, নীলা নামের মেয়েটি একটি সুষ্ঠু ভবিষ্যৎ পরিকল্পিত মানুষকেই জীবন সংগী হিসেবে চায়। সেই থেকে গাদি গাদি সার্টিফিকেট নিয়ে এক অফিস থেকে আরেক অফিসে ঘুরে বেড়ায় চাকুরীর জন্যই। একটি চাকুরী এনে দিবে তার ভালোবাসা, মুছে দিবে তার অভাব। বড্ড আশা এই চাকুরী নিয়ে। কিন্তু শিক্ষাবাজারের যে অবস্থা, হাজার টাকায় প্রশ্ন হাজার দশেক এ তো মাস্টার্স এর সার্টিফিকেট পাওয়া যায়। সেখানে জীবনের বিশটি বছর পড়ালেখার পিছনে দৌড়িয়ে একটি চাকুরী মিলছে না। এখন সেই অসহায় ছেলেটির শেষ ইচ্ছা মরলেই শান্তি।
বিবাহিত মেয়েটির এখন মা হবার ইচ্ছে জেগেছে। কিন্তু সে অক্ষম। ডাক্তার সাফ জানিয়ে দিয়েছে, সে মা হতে পারবে না। টাকা পয়সার অভাব নেই, দামী গাড়ী, বাড়ী সব কিছুই আছে কিন্তু মা বলে ডাকার মত ফুটফুটে একটি সন্তান নেই। শত চেষ্টার ফলেও কোন লাভ হলোনা। কবিরাজ ফকির বাইট্টা খেয়ে ফেলছে কিন্তু পৃথিবীর সবচেয়ে মধুর ধ্বনী মা শব্দ টি তার শোনা হলোনা। এত টাকা কড়ি, থাকা সত্যেও সে মা হবার সুখ কেই আজ সবচেয়ে বড় সুখ মনে করছে। কিন্তু সে পেলো না। তারও ইচ্ছা, এবার মরলেই শান্তি।
আমাদের জীবন টা খুব অদ্ভুত। প্রতিটি জীবনের গলিতে তিনটি গলি থাকে তিনটি গলির তিনটি নাম থাকে। একটি নিজ গলি, একটি তুমি গলি, একটি ভবিষ্যৎ গলি। আমাদের তিনটি গলিতেই এক সাথে হাটার ইচ্ছাতেই আমরা মৃত্যু গলিতে এসে থমকে যাই। যার কারনেই তিন শব্দের জীবনে আমরা বলি "আমিও তো মানুষ"।
তিন শব্দ যেমন আমাদের জীবনের চাওয়া। অন্যদিকে এই তিন শব্দেই কারো জীবন নষ্ট করে দেওয়া। তুই তো সন্ত্রাশ, তুই তো ধর্ষিতা, তুই তো চরিত্রহীনা। তিন শব্দের খেলায় জয়ী হওয়া সাধারন কোন কথা না। এই শব্দের খেলার জীবনে জয়ী হতে হলে, হতে হবে শব্দ বাজ। হেরে যাওয়া শব্দগুলোতে তৈরি করে নিতে হবে নতুন শব্দ, "আমি হার মানিনা, আমিই জয়ী হবো"। যদি আপনি হেরে যাওয়া শব্দের খেলায় পরাজিত হয়ে নতুন শব্দ নিয়ে না খেলেন, তবে আপনার জন্য শেষ শব্দটি অপেক্ষায়মান, "মৃত্যু"। আর জানেন তো হেরে যাওয়া মানুষকে পৃথিবীর কেউ মনে রাখেনা। সকল হেরে যাওয়া মানুষের জন্য এই তিন শব্দ আমার পক্ষ থেকে "আবার চেষ্টা করো"।
একটি চাকুরী নেই বলে ছেলেটি মেয়েটিকে ভালোবাসি কথাটি জানাতে পারছেনা। একদিন কলেজ লাইব্রেরি তে সে শুনেছিলো তার বান্ধবীর মুখে, নীলা নামের মেয়েটি একটি সুষ্ঠু ভবিষ্যৎ পরিকল্পিত মানুষকেই জীবন সংগী হিসেবে চায়। সেই থেকে গাদি গাদি সার্টিফিকেট নিয়ে এক অফিস থেকে আরেক অফিসে ঘুরে বেড়ায় চাকুরীর জন্যই। একটি চাকুরী এনে দিবে তার ভালোবাসা, মুছে দিবে তার অভাব। বড্ড আশা এই চাকুরী নিয়ে। কিন্তু শিক্ষাবাজারের যে অবস্থা, হাজার টাকায় প্রশ্ন হাজার দশেক এ তো মাস্টার্স এর সার্টিফিকেট পাওয়া যায়। সেখানে জীবনের বিশটি বছর পড়ালেখার পিছনে দৌড়িয়ে একটি চাকুরী মিলছে না। এখন সেই অসহায় ছেলেটির শেষ ইচ্ছা মরলেই শান্তি।
বিবাহিত মেয়েটির এখন মা হবার ইচ্ছে জেগেছে। কিন্তু সে অক্ষম। ডাক্তার সাফ জানিয়ে দিয়েছে, সে মা হতে পারবে না। টাকা পয়সার অভাব নেই, দামী গাড়ী, বাড়ী সব কিছুই আছে কিন্তু মা বলে ডাকার মত ফুটফুটে একটি সন্তান নেই। শত চেষ্টার ফলেও কোন লাভ হলোনা। কবিরাজ ফকির বাইট্টা খেয়ে ফেলছে কিন্তু পৃথিবীর সবচেয়ে মধুর ধ্বনী মা শব্দ টি তার শোনা হলোনা। এত টাকা কড়ি, থাকা সত্যেও সে মা হবার সুখ কেই আজ সবচেয়ে বড় সুখ মনে করছে। কিন্তু সে পেলো না। তারও ইচ্ছা, এবার মরলেই শান্তি।
আমাদের জীবন টা খুব অদ্ভুত। প্রতিটি জীবনের গলিতে তিনটি গলি থাকে তিনটি গলির তিনটি নাম থাকে। একটি নিজ গলি, একটি তুমি গলি, একটি ভবিষ্যৎ গলি। আমাদের তিনটি গলিতেই এক সাথে হাটার ইচ্ছাতেই আমরা মৃত্যু গলিতে এসে থমকে যাই। যার কারনেই তিন শব্দের জীবনে আমরা বলি "আমিও তো মানুষ"।
তিন শব্দ যেমন আমাদের জীবনের চাওয়া। অন্যদিকে এই তিন শব্দেই কারো জীবন নষ্ট করে দেওয়া। তুই তো সন্ত্রাশ, তুই তো ধর্ষিতা, তুই তো চরিত্রহীনা। তিন শব্দের খেলায় জয়ী হওয়া সাধারন কোন কথা না। এই শব্দের খেলার জীবনে জয়ী হতে হলে, হতে হবে শব্দ বাজ। হেরে যাওয়া শব্দগুলোতে তৈরি করে নিতে হবে নতুন শব্দ, "আমি হার মানিনা, আমিই জয়ী হবো"। যদি আপনি হেরে যাওয়া শব্দের খেলায় পরাজিত হয়ে নতুন শব্দ নিয়ে না খেলেন, তবে আপনার জন্য শেষ শব্দটি অপেক্ষায়মান, "মৃত্যু"। আর জানেন তো হেরে যাওয়া মানুষকে পৃথিবীর কেউ মনে রাখেনা। সকল হেরে যাওয়া মানুষের জন্য এই তিন শব্দ আমার পক্ষ থেকে "আবার চেষ্টা করো"।