তোমার বেঁচে থাকাটা প্রয়োজন। খুব প্রয়োজন!!
হাজারটা ধোকা খেয়ে, হোচট খেয়ে, বিশ্বাস হারিয়ে যে ছেলেটা কোন এক রাতে ব্লেড নিয়ে বসেছিল সব শিরা-উপশিরার সাথে সম্পর্ক ছিন্ন করবে বলে সে ছেলেটাও আজ বেচে আছে। একটা নামী-দামী কোম্পানির গাড়িতে চড়ে সে আজ অফিস যায়।একটা মেহেদী রাঙা হাত আঁকড়ে ধরে সে আজ আগামীর স্বপ্ন দেখে
....
.
যে মেয়েটা ভুল মানুষকে বিশ্বাস করে নিজের সর্বস্ব সঁপে দিয়ে ঠকে গিয়ে স্লিপিং পিলে নিজেকে ঘুম পারিয়ে দিতে চেয়েছিল সেই মেয়েটিও আজ বেঁচে আছে। একটা স্টানিং ক্যারিয়ার আছে তার আজ। ঘরে এসে ফুটফুটে পিচ্চি পরীটাকে কোলে নিয়ে চুমু খায় সে রোজ...
.
জীবন থেকে পালিয়ে গিয়ে সুইসাইড করে কাপুরুষরা। যারা স্বপ্ন দেখতে, আশা করতে ভুলে যায় তারা। তোমার মা নরক যন্ত্রণা সহ্য করে তোমাকে দুনিয়াতে এনেছেন। বাবাটা নিজের সুখটা বাদ দিয়ে তোমার সুখ টা দেখেছেন। আর তুমি কিনা কোন এক বিশ্বাসঘাতক এর জন্য "তুমিহীনা জীবন রেখে লাভ কি" বলে চিল্লাচ্ছ??!! নিজেকে শেষ করার আয়োজন করছ??!! "মাই লাইফ, মাই রুলস" বলে হ্যাডাম দেখিয়ে নেশার বড়ি, স্লিপিং পিল যে হাতে উঠাচ্ছ, তা "লাইফটা" কে এনেছেন দুনিয়ায়?? বাপ-মা এর প্রতি বিন্দুমাত্র ভালবাসা ও নেই?? এতটাই অধম হয়েছ?? পরের জন্য নিজের জন্মদাতা-দাত্রী কে ভুলে গিয়েছ। বাহ! জোরসে তালিয়া হবে তোমার জন্য....
.
জীবনটা অনেক দামী কারণ তা একটি বারই লিড করার চান্স পাবা। মরে গেলে অন্য জগৎ শুরু হবে। সুতরাং, কেউ বিশ্বাস ভেঙেছে তাই বলে নিজেকে কেন শেষ করে দিবা?? তাহলে তো সেই জিতল। আর তুমি হারলা..
.
একটু ভাল করে আশেপাশে তাকিয়ে দেখ জীবনে বেচে থাকার জন্য হাজারটা রিজন পাবা। কিছু না পেলেও দুটো মুখ পাবা যারা শত বিপদেও তোমার হাত ছাড়বে না। নিশ্চিন্তে তাদের বিশ্বাস করতে পার তুমি। যার ফ্যামিলি সাথে আছে তার সবই আছে..
.
লাইফের টার্নিং পয়েন্ট এটাই। ধাক্কা খেয়ে হতাশ হবার
সময়টাই। হ্যা, এখানেই ডিসাইড হবে তুমি হিরোঞ্চি
হবা, স্পয়েল্ড গার্ল হবা নাকি আইকনিক কেউ হবা। ইউর লাইফ, ইউর ওয়ার,ইউর চয়েস। এন্ড ওনলি ইউ হ্যাভ টু ফাইট ইট। সুতরাং, হেরে যেও না। উঠে দাঁড়াও। শুরু কর নিজেকে প্রমাণ করার। যাতে তোমাকে দেখে সেই ধোকা দেয়া নামানুষটা জ্বলে। জ্বলে পুড়ে কয়লা হয়। এন্ড এটাই হবে রিয়েল মার্সিলেস রিভেঞ্জ। সুতরাং, বাঁচাটা জরুরি। ধোকা দেয়া, হিংসা করা মানুষগুলোকে তোমার সাফল্যের হিংসার আগুনে জ্বলে পুড়ে ছাই হওয়া চেহারাটা দেখার জন্য হলেও তোমার বেঁচে থাকাটা প্রয়োজন। খুব প্রয়োজন!!