ভালোবাসি গো তোমায়।।।
সাগরের নোনা জল আর আছঁড়ে পড়া ঢেউ গুলো কে,
বুকে চেঁপে ধরে পাহাড়ী আঁকা বাঁকা পথ টা মাড়িয়ে,
এক আজঁলা জোৎস্না নিয়ে হাজির হয়েছিলাম,
সেদিন তোমার বুকের জমিনে।।।
বুকে চেঁপে ধরে পাহাড়ী আঁকা বাঁকা পথ টা মাড়িয়ে,
এক আজঁলা জোৎস্না নিয়ে হাজির হয়েছিলাম,
সেদিন তোমার বুকের জমিনে।।।
অজানা অচেনা একটা মানুষের সামনে তুমি,
ঠায় দাড়িয়ে ছিলে সেদিন পাথরের মুর্তি হয়ে।
কি ছিল সেদিন তোমার ঐ কাজল চোখে,
বুঝতে পারিনি কিছুতেই।
শুধু চেয়ে চেয়ে দেখেছি এক জোড়া কাজল চোখ,
দংশন করে গেছে আমার ভিতরের আমি টাকে।।।
সেই দংশনের বিষে প্রতিনিয়ত,
নীল থেকে আরো বেশি
নীলাদ্রীত হয়েছি এই আমি।
কিন্তু কোন দিন নিজেকে মেলে ধরিনি তোমার দংশনে।
প্রতিটা ছোবলে হৃদয় টাকে রক্তাক্ত করেছি তবুও মাথা নত করিনি তোমার বিষের কাছে।।।
এ বিষের নাম ভালোবাসা।
যা হৃদয়ের প্রতিটা রক্ত কনিকায় তোমার নাম,
বহন করে চলেছে
আমার প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে।
একটা বার,শুধু একটা বার এ বুকে কান পেতে শুনে দেখতে,
কতটা ভালোবাসি তোমায়।।।
পারিনি,কিছুতেই বোঝাতে পারিনি।
তাই তো চলে গিয়েছিলাম,
তোমার অশ্রুর ফোটা গুলোকে
দুপায়ে জড়িয়ে।
চোখের জলের কাছে আমিও সেদিন পরাজয় মেনে ছিলাম।
বুকের ঐ গভীর খাঁদে আমিও সেদিন একটা,
সমুদ্র বানিয়ে ছিলাম।সেই সমুদ্রেই ডুবে আছি আজও।
অসহায় এই আমি।।।
শুধু তুমিই জানোনা।
নাহ্,আমিই জানতে দেইনি তোমায় কোনদিন।
তবে রাতের ঐ কালো আকাশের কাছে শুনে নিও।
বড্ড ভালোবাসি তোমায়।
বড্ড বেশি ভালোবাসি গো তোমায়।।।
ঠায় দাড়িয়ে ছিলে সেদিন পাথরের মুর্তি হয়ে।
কি ছিল সেদিন তোমার ঐ কাজল চোখে,
বুঝতে পারিনি কিছুতেই।
শুধু চেয়ে চেয়ে দেখেছি এক জোড়া কাজল চোখ,
দংশন করে গেছে আমার ভিতরের আমি টাকে।।।
সেই দংশনের বিষে প্রতিনিয়ত,
নীল থেকে আরো বেশি
নীলাদ্রীত হয়েছি এই আমি।
কিন্তু কোন দিন নিজেকে মেলে ধরিনি তোমার দংশনে।
প্রতিটা ছোবলে হৃদয় টাকে রক্তাক্ত করেছি তবুও মাথা নত করিনি তোমার বিষের কাছে।।।
এ বিষের নাম ভালোবাসা।
যা হৃদয়ের প্রতিটা রক্ত কনিকায় তোমার নাম,
বহন করে চলেছে
আমার প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে।
একটা বার,শুধু একটা বার এ বুকে কান পেতে শুনে দেখতে,
কতটা ভালোবাসি তোমায়।।।
পারিনি,কিছুতেই বোঝাতে পারিনি।
তাই তো চলে গিয়েছিলাম,
তোমার অশ্রুর ফোটা গুলোকে
দুপায়ে জড়িয়ে।
চোখের জলের কাছে আমিও সেদিন পরাজয় মেনে ছিলাম।
বুকের ঐ গভীর খাঁদে আমিও সেদিন একটা,
সমুদ্র বানিয়ে ছিলাম।সেই সমুদ্রেই ডুবে আছি আজও।
অসহায় এই আমি।।।
শুধু তুমিই জানোনা।
নাহ্,আমিই জানতে দেইনি তোমায় কোনদিন।
তবে রাতের ঐ কালো আকাশের কাছে শুনে নিও।
বড্ড ভালোবাসি তোমায়।
বড্ড বেশি ভালোবাসি গো তোমায়।।।