ইগো পুষে রাখা অসুস্থ মানুষের কাজ।

সম্পর্ক গুলো নিজেদের অবহেলা আর ইগোর কারণেই নষ্ট হয়ে যায় দুজনের মতের অমিল থাকতেই পারে তাই বলে কি দুটো মানুষ আর কখনো কথা বলবেনা একপাশ থেকে একজন সরি বলে দিলেই তো হয় তখন ওপাশের মানুষটা কথা না বলে থাকতেই পারবেনা!
ইগোর জন্য সুন্দর সম্পর্ক শেষ করে দিচ্ছেন একদিন প্রচণ্ড আপসোস করবেন যে আপসোস আপনাকে সারাজীবন তাড়িয়ে বেড়াবে আর এই অবস্থা থেকে বেরনোর রাস্তা খুঁজে পাবেন না সেইসময়!
হোক তা বন্ধুত্ব্ব কিংবা ভালোবাসায় সম্পর্ক যে আপনাকে ভালোবাসে বা পছন্দ করে তাকে যদি বুঝতে না পারেন ব্যর্থতা আপনার আর ব্যর্থতা সেই মানুষটার যে এত ভালোবাসে আপনাকে অথচ তার ভালোবাসা মূল্যয়ন করার বিন্দুমাত্র যোগ্যতাই আপনার মধ্যে নেই!
আপনার অমিল গুলো তার সাথে মিলিয়েই দেখুন না খুব বেশি তো ভুল হবেনা হয়ত সম্পর্কের সুতোটা আর একটু বেশি গাঢ়রূপ ধারণ করবে।

আপনার অনেক রাগ মানলাম তা ঠাণ্ডা মাথায় যদি সম্পর্ক টিকিয়ে রাখতে না পারেন তাহলে ফালতো রাগ করা আর মানুষিক রোগীই ধরা যায় আপনাকে, খুব কঠিন ব্যাপার না সম্পর্ক ধরে রাখা জেদ এইসব সম্পর্কে না রাখাই শ্রেয় তাহলে সম্পর্ক আর থাকেনা খেলাতে পরিণত হয়!
ইগো,জেদ,রাগ এইসব দূরে রেখে একটা সুন্দর সম্পর্ক বাঁচিয়ে রাখা আপনার দায়িত্ব কারণ মলিন হয়ে যাওয়া সম্পর্ক হয়ত টিকিয়ে রাখা যায়না কারণ এতে দুটো মানুষই দায়ী থাকে, তবে কারণ ছাড়াই ঝগড়া করে সম্পর্ক শেষ করে দেয়া কি বোকামি না অনেক এই ভুল গুলো থেকে বেড়িয়ে আসুন ছোট একটা সরি বললে যদি সম্পর্ক ঠিক হয়ে যায় সেখানে হাজারখানেক ইগো পুষে রাখা অসুস্থ মানুষের কাজ।
Image result for IGNORE PICImage result for IGNORE PIC
           


Popular posts from this blog

প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার..

পাত্রী যখন ছাত্রী.....অসাধারণ একটা ভালোবাসার গল্প আশা করি ভালো লাগবে...

এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে যে বড্ড কষ্ট হচ্ছে।

পাশের বাসায় আসা নতুন ভাড়াটিয়ার সুন্দরী মেয়েটিকে হঠাৎ আমার নজরে পড়লো ।

Keno Ei Nishongota PARTHO - Lyrics IN BANGLA