তোমায় নিয়ে লেখা এটাই আমার শেষ ম্যাসেজ
প্রিয় অতীত,,,,,,,,
তুমি কেমন আছ তা জানার ইচ্ছে আমার নেই,,,,
ধরে নিতে পারি তুমি খুব ভালো আছ,,,,
তুমি তো ভালো থাকবে বলেই আমাদের মাঝে
এতো দুরত্ব করে চলে গেছ,,,,
আচ্ছা বলতো মানুষ এমন কেন......????
একটা মানুষকে আকাশে উড়ার স্বপ্ন দেখিয়ে শেষে
তার ডানা দুটোই ভেঙ্গে দেয় কেন.....???
তুমি কেমন আছ তা জানার ইচ্ছে আমার নেই,,,,
ধরে নিতে পারি তুমি খুব ভালো আছ,,,,
তুমি তো ভালো থাকবে বলেই আমাদের মাঝে
এতো দুরত্ব করে চলে গেছ,,,,
আচ্ছা বলতো মানুষ এমন কেন......????
একটা মানুষকে আকাশে উড়ার স্বপ্ন দেখিয়ে শেষে
তার ডানা দুটোই ভেঙ্গে দেয় কেন.....???
আমার এই ছোট্র জীবনে স্বপ্ন আর বিশ্বাস ভঙ্গের
যে আঘাত তোমার কাছ থেকে পেয়েছি তা সহ্য করার ক্ষমতা আমার ছিলনা,,,,
জানো তুমি চলে যাওয়ার পর যখন স্বপ্ন গুলো চোখের সামনে ভেসে উঠতো ,
খুব ইচ্ছে হতো চিৎকার করে কাদঁতে,,,,,
কিন্তু পারতামনা শুধু নিঃশব্দে চোখের
নোনা জল ফেলতাম,,,,
আচ্ছা চিৎকার করে কাদঁতে না পারার যে একটা ভয়াবহ যন্ত্রনা তা কি তুমি বুঝতে পারো...???
একটা ক্ষত বিক্ষত হৃদয়ের দীর্ঘশ্বাস পতনের শব্দ কতটা যন্ত্রনা কতটা কষ্টের তা তুমি কখনোই বুঝবেনা,,,কখনোই না.....
ধীরে ধীরে অন্ধকার নির্ঝুম রাএি গুলো আমি
আপন করে নিয়েছি..
আমার কন্ঠের অনুভূতি গুলো আস্তে আস্তে
সময়ের মরচে পড়েছে.....
ইদানিং তোমার কথা খুব বেশি মনে পড়েনা,,,,
নিজেকে অনেকটা ব্যস্ত রেখেছি লেখাপড়ার মাঝে.....
কিন্তু আমার জীবন থেকে তোমার চলে যাওয়াটা
খুব প্রয়োজন ছিল,,,
না হলে আমি কখনোই জানতে পারতামনা...
এক জীবনে সব কিছুর বিনিময়ে যাকে চাইবো সেই মানুষটি এক সময় দূরে সরে যেতে পারে,,,,
নাহলে কখনোই জানতে পারতামনা
হাত বাড়ালেই যাকে ছোঁয়া যেত...
চোখ মেললেই যাকে দেখা যেত সেই মানুষটি
আমায় রেখে অন্য কারো হাতটা ধরতে পারে.....
তোমার আকাশে আমি কখনোই কালো মেঘ
সৃষ্টি করিনি,,,,,
আর করবোও না,,,আমার আকাশ রাঙ্গিয়ে দিতে
তুমি ফিরে এসো এটাও চাইবোনা,,,
জীবন ও বাস্তবতা কে আমি মেনে নিয়েছি,,,,,
আচ্ছা শেষ পর্যন্ত সব ভালোবাসার গল্পগুলোই কি
শেষ হয়ে যায়...????
ঝরা বকুলের মতো সব স্মৃতি কি শুধু স্মৃতিতেই রয়ে যায়....
আচ্ছা থাকনা সেসব কথা... শুধু জেনে রেখো এই জীবনে তুমি সেই মানুষটি যাকে পাগলের মতো ভালোবেসেছিলাম বলেই তোমাকে ক্ষমা করে দিয়েছি...
শুনেছি :একটা মন ভাঙ্গা আর একটা মসজিদ ভাঙ্গা নাকি একি কথা,,,,
মন নামের পবিত্র মসজিদ টাকে তুমি ভেঙ্গে দিয়েছো.....তুমি ভালো থেকো বেচেঁ থেকো সারাজিবন .... আমিও বেচেঁ আছি
কিন্তু একটু অন্য রকম অন্যভাবে....
দুঃখ হতাশা আর গ্লানির এই মাটির পৃথিবীতে আমাদের স্বপ্ন গুলো বাস্তবতার আঘাতে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়....
একদিন আমি না চাইতেও নিজে থেকে এসেছিলে নিজের স্বপ্ন সাজাতে,,,,
আর আমার স্বপ্ন ভেঙ্গে দিয়ে তুমি নিজে
থেকেই চলে গেছো....
তুমি যেমন নিজের জন্য বাচঁতে পারো,,,
আমাকেও বাচঁতে হবে আমার
পরিবারের জন্য,,,,,
কারন তারা যে বড্ড বেশি ভালোবাসে আমায়.... তোমায় নিয়ে লেখা এটাই আমার শেষ ম্যাসেজ
শেষ চিন্তা শেষ ভাবনা,,,,,।।
যে আঘাত তোমার কাছ থেকে পেয়েছি তা সহ্য করার ক্ষমতা আমার ছিলনা,,,,
জানো তুমি চলে যাওয়ার পর যখন স্বপ্ন গুলো চোখের সামনে ভেসে উঠতো ,
খুব ইচ্ছে হতো চিৎকার করে কাদঁতে,,,,,
কিন্তু পারতামনা শুধু নিঃশব্দে চোখের
নোনা জল ফেলতাম,,,,
আচ্ছা চিৎকার করে কাদঁতে না পারার যে একটা ভয়াবহ যন্ত্রনা তা কি তুমি বুঝতে পারো...???
একটা ক্ষত বিক্ষত হৃদয়ের দীর্ঘশ্বাস পতনের শব্দ কতটা যন্ত্রনা কতটা কষ্টের তা তুমি কখনোই বুঝবেনা,,,কখনোই না.....
ধীরে ধীরে অন্ধকার নির্ঝুম রাএি গুলো আমি
আপন করে নিয়েছি..
আমার কন্ঠের অনুভূতি গুলো আস্তে আস্তে
সময়ের মরচে পড়েছে.....
ইদানিং তোমার কথা খুব বেশি মনে পড়েনা,,,,
নিজেকে অনেকটা ব্যস্ত রেখেছি লেখাপড়ার মাঝে.....
কিন্তু আমার জীবন থেকে তোমার চলে যাওয়াটা
খুব প্রয়োজন ছিল,,,
না হলে আমি কখনোই জানতে পারতামনা...
এক জীবনে সব কিছুর বিনিময়ে যাকে চাইবো সেই মানুষটি এক সময় দূরে সরে যেতে পারে,,,,
নাহলে কখনোই জানতে পারতামনা
হাত বাড়ালেই যাকে ছোঁয়া যেত...
চোখ মেললেই যাকে দেখা যেত সেই মানুষটি
আমায় রেখে অন্য কারো হাতটা ধরতে পারে.....
তোমার আকাশে আমি কখনোই কালো মেঘ
সৃষ্টি করিনি,,,,,
আর করবোও না,,,আমার আকাশ রাঙ্গিয়ে দিতে
তুমি ফিরে এসো এটাও চাইবোনা,,,
জীবন ও বাস্তবতা কে আমি মেনে নিয়েছি,,,,,
আচ্ছা শেষ পর্যন্ত সব ভালোবাসার গল্পগুলোই কি
শেষ হয়ে যায়...????
ঝরা বকুলের মতো সব স্মৃতি কি শুধু স্মৃতিতেই রয়ে যায়....
আচ্ছা থাকনা সেসব কথা... শুধু জেনে রেখো এই জীবনে তুমি সেই মানুষটি যাকে পাগলের মতো ভালোবেসেছিলাম বলেই তোমাকে ক্ষমা করে দিয়েছি...
শুনেছি :একটা মন ভাঙ্গা আর একটা মসজিদ ভাঙ্গা নাকি একি কথা,,,,
মন নামের পবিত্র মসজিদ টাকে তুমি ভেঙ্গে দিয়েছো.....তুমি ভালো থেকো বেচেঁ থেকো সারাজিবন .... আমিও বেচেঁ আছি
কিন্তু একটু অন্য রকম অন্যভাবে....
দুঃখ হতাশা আর গ্লানির এই মাটির পৃথিবীতে আমাদের স্বপ্ন গুলো বাস্তবতার আঘাতে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়....
একদিন আমি না চাইতেও নিজে থেকে এসেছিলে নিজের স্বপ্ন সাজাতে,,,,
আর আমার স্বপ্ন ভেঙ্গে দিয়ে তুমি নিজে
থেকেই চলে গেছো....
তুমি যেমন নিজের জন্য বাচঁতে পারো,,,
আমাকেও বাচঁতে হবে আমার
পরিবারের জন্য,,,,,
কারন তারা যে বড্ড বেশি ভালোবাসে আমায়.... তোমায় নিয়ে লেখা এটাই আমার শেষ ম্যাসেজ
শেষ চিন্তা শেষ ভাবনা,,,,,।।