জীবন মানে........
জীবন মানে........
এক মহা তীর্থের মহা যাত্রায় পাশা পাশি মিশে চলমান
জীবন মানে.........
বর্তমানকে অতীত করে পথিকের ভেশ ধরে কিছুক্ষণ.
এসো সুখ দুঃখের করি সমীকরণ
রেশা রেশি ছেড়ে হাতে হাত ধরে চল
হৃদয় কুঠিরে মিলনের সুখ ডেকে আনি
কিছুকাল পথ চলার সংক্ষিপ্ত পরিসরে
পরিমিত সম্ভার রেখো সাথে করে
অতি বিলাসিতায় পথযাত্রা মন্থর হবে
পশ্চাদমূখি হয়ে, তুমি বেপথে যাবে...
এ মহাযাত্রায় একে অপরকে সাথে নিয়ে
চল হাত মিলিয়ে কেউ আগে কেউ পরে।
স্বার্থ সংঘাত পরিত্যাগে পরিশুদ্ধ কর নিজেকে
কখনও দুঃখ দিওনা তোমার আপনজনকে প্রতিবেশিকে....
ধৈর্য্যের সাথে যতটুকু পারো সহ্য কর
সহানুভূতির তরে দূর্বলের হাতটি ধরো
একই গন্তব্যে সকলেই হবো একাকার
তাইতো দ্বিনয়নে কারো প্রতি করোনা অবিচার
মহা তীর্থের মহা মেলায় সকলের হবে সমাগম
হবে সুবিচার, মিলবে স্ব স্ব কাজের পরিণাম।
এক মহা তীর্থের মহা যাত্রায় পাশা পাশি মিশে চলমান
জীবন মানে.........
বর্তমানকে অতীত করে পথিকের ভেশ ধরে কিছুক্ষণ.
এসো সুখ দুঃখের করি সমীকরণ
রেশা রেশি ছেড়ে হাতে হাত ধরে চল
হৃদয় কুঠিরে মিলনের সুখ ডেকে আনি
কিছুকাল পথ চলার সংক্ষিপ্ত পরিসরে
পরিমিত সম্ভার রেখো সাথে করে
অতি বিলাসিতায় পথযাত্রা মন্থর হবে
পশ্চাদমূখি হয়ে, তুমি বেপথে যাবে...
এ মহাযাত্রায় একে অপরকে সাথে নিয়ে
চল হাত মিলিয়ে কেউ আগে কেউ পরে।
স্বার্থ সংঘাত পরিত্যাগে পরিশুদ্ধ কর নিজেকে
কখনও দুঃখ দিওনা তোমার আপনজনকে প্রতিবেশিকে....
ধৈর্য্যের সাথে যতটুকু পারো সহ্য কর
সহানুভূতির তরে দূর্বলের হাতটি ধরো
একই গন্তব্যে সকলেই হবো একাকার
তাইতো দ্বিনয়নে কারো প্রতি করোনা অবিচার
মহা তীর্থের মহা মেলায় সকলের হবে সমাগম
হবে সুবিচার, মিলবে স্ব স্ব কাজের পরিণাম।