আমার আবেগ প্রবণ মনটা যান্ত্রিকতার কারাগারে গুমরে কাঁদে...
তোমার বিশ্বস্ত হাতটা ধরে অনেকটা পথ আমার হাঁটা হয়নি। শিশিরস্নাত সবুজ ঘাসের ওপর পা রাখতে পারিনি তোমার পায়ের ছন্দে,দেখা হয়নি বসন্তের জ্যোৎস্নারাতে চাঁদ ও মেঘের লুকোচুরি খেলায় ??
যান্ত্রিকতা ও কঠিন বাস্তবতায় আমি আজ তোমার থেকে অনেক দূরে।
আমার আবেগ প্রবণ মনটা যান্ত্রিকতার কারাগারে গুমরে কাঁদে...
বিশ্বাস কর !! তোমাকে আমি মিস করি!!
আমার অনুভূতির বন্ধ বা খোলা দরজায় তোমাকে হারানোর আকুতি আমাকে প্রভাবিত করে না,কিন্তু আমার একাকীত্বে ঠিকই তুমি এসে হৃদয়ে উঁকি দিয়ে যাও। কাউকে হারানোর মধ্যেই নাকি ভালবাসার গভীরতা & সার্থকতা বোঝা যায় সেটাই প্রমাণ পেলাম তোমার আর আমার একটু দুরত্বে ।।।
যান্ত্রিকতা ও কঠিন বাস্তবতায় আমি আজ তোমার থেকে অনেক দূরে।
আমার আবেগ প্রবণ মনটা যান্ত্রিকতার কারাগারে গুমরে কাঁদে...
বিশ্বাস কর !! তোমাকে আমি মিস করি!!
আমার অনুভূতির বন্ধ বা খোলা দরজায় তোমাকে হারানোর আকুতি আমাকে প্রভাবিত করে না,কিন্তু আমার একাকীত্বে ঠিকই তুমি এসে হৃদয়ে উঁকি দিয়ে যাও। কাউকে হারানোর মধ্যেই নাকি ভালবাসার গভীরতা & সার্থকতা বোঝা যায় সেটাই প্রমাণ পেলাম তোমার আর আমার একটু দুরত্বে ।।।