আমার মনে যে ঘন কালো মেঘ জমেছে তা দূর করে দেওয়ার মত এক মাত্র ব্যক্তি তুমিই দিপ্তী,

আজ আকাশে চাঁদ নেই আর চাঁদের চোখ ধাঁধানোর ঈর্ষাকাতর পূর্নিমাও জানালা দিয়ে আসছে না, জানালার পাশে নারিকেলের গাছের পাতাগুলোও স্থির ভাবে গভীর ঘুমে আচ্ছন্ন...
অন্যদিনের মত হয়ত, বাতাস থাকলে নারিকেলের পাতাগুলো আনন্দে নেচে উঠতো...
আকাশের ঘন কালো মেঘের ছাঁয়া অনবরত
ঘুরপাক খাচ্ছে, কোথাও আজ রাতে হয়ত অঝরে বৃষ্টি নেমে প্রকৃতিকে ধুঁয়ে দিবে... বৃষ্টির ছোঁয়া পেয়ে প্রকৃতি আবার নতুন রুপে সেঁজে উঠবে অথচ, আমার মনে যে ঘন কালো মেঘ জমেছে তা দূর করে দেওয়ার মত এক মাত্র ব্যক্তি তুমিই দিপ্তী,
বৃষ্টির মত যদি কোনো উপলক্ষ্য থাকতো তাহলে হয়ত ভালই হতো, কিন্তু সেটা তো আর সম্ভব না...বৃষ্টি হয়ত কিছুক্ষণ ভিঁজার আনন্দ'টা দিতে পারে তবে
মনের প্রশান্তি বয়ে আনতে পারে না যা শুধু তুমিই করতে পারবে.....
দিনের শুরুতে যেমন আমি একা নই তেমনি দিনের শেষে আমি একা না কিন্তু নিজের ভিতরের আবেগ, অনুভূতি, ভালো লাগা না লাগা যেমন প্রকাশ করার মত মানুষটি
আজ আছে তেমনি বিপদের সময় পাশে থেকে সাহস দেবার মত মানুষটিও আছে.. গভীর রাতে যখন র্নিঘুম চোখে এক পলক আকাশের দিকে দৃষ্টি দেই তখন শুধু হতাশার নিঃশ্বাস'টা ভিতর থেকে বের হয় আর তখনি তুমি আমার শূন্যতা কে পূর্ণতায় রুপান্তর কর।
আসলে, কোনটি সত্যি ছিল আর কোনটি মিথ্যে তার হিসাব কষতে গিয়েও কোনো সমাধান পাওয়া যায় না তখন হলফ করে একরকম ধরে নেই, সবকিছুই সত্য ছিল শুধু সমীকরণ ধরে নিতে ভুল হয়েছে বলে মনে হয় আমার কাছে কিংবা হ্যালুসিনেশনের জন্যই এমন বিস্তর আকাশ-পাতাল চিন্তাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে প্রতিনিয়ত.....!!
Image may contain: one or more people, sky, cloud, twilight, outdoor and nature

Popular posts from this blog

প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার..

পাত্রী যখন ছাত্রী.....অসাধারণ একটা ভালোবাসার গল্প আশা করি ভালো লাগবে...

এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে যে বড্ড কষ্ট হচ্ছে।

পাশের বাসায় আসা নতুন ভাড়াটিয়ার সুন্দরী মেয়েটিকে হঠাৎ আমার নজরে পড়লো ।

Keno Ei Nishongota PARTHO - Lyrics IN BANGLA