ইতি একটা পাগলী।


প্রিয,
ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়। পরিমাপ করে বলা যাবেনা, কতটা ভালোবাসি।আজও তোমাকে অনেক বেশিই ভালোবাসি।প্রতিটা দিন প্রতিটা সময় ভালোবেসে যাই নিয়ম করে।এই দিপ্ত তোমার মনে আছে আমাদের প্রথম দেখা করার দিনের কথা,?তুমি নীল রঙয়ের পাঞ্জাবি পড়ে এসেছিলে, আর আমি তোমার তখন একটা নাম দিয়েছিলাম "নীল" আমি ও নীল রঙয়ের শাড়ী পড়েছিলাম আর তুমি আমার নাম দিয়েছিলে "নীলাঞ্জনা", নীলে নীলে আমরা দুজন একাকার হয়ে গেছিলাম।
মাঝে মাঝে তোমাকে নীল বলেই ডাকতাম, আর তুমি হাসতে আমার দিকে তাকিয়ে। ভালোই চলছিলো দিনগুলো।নিজেকে খুব ভাগ্যবতী মনে হতো আমার। কত্ত ভালোবাসতা আমাকে।কিন্তু সবার কপালে যে সুখ সয়না, আমার ও সইলোনা! ওই সুখের দিন গুলো বেশিদিন টিকলো না।আমি অনুভব করতাম তুমি আমায় অবহেলা করো, কিছু বলি নি, ভেবেছি সব ঠিক হয়ে যাবে কিন্তু নাহ,দিন যত পার হতে লাগলো ততই অবহেলার পরিমান বাড়তে থাকলো।
তখন হুমায়ূন আহমেদের একটি কথা খুব অনুভব করতাম- মানুষ নাকি অনেক কষ্টই সহ্য করতে পারে; কিন্তু প্রিয়জনের অবহেলা! সে কি সহ্য করার মতো? মানুষ এ কষ্ট সহ্য করতে পারেনা। আমি সহ্য করেছি। কাউকে কিচ্ছু বলিনি।ভেবে নিয়েছি সব ঠিক হয়ে যাবে,কিন্তু হলো না।এই অভ্র তুমিই বলো এত অবহেলা করার পরেও কখনো কি তোমার দোষ দিয়েছি? খারাপ ব্যবহার করেছি?কখনো কি আল্লাহ্‌ র কাছে বিচার দিয়েছি তোমার নামে? শুধু বলেছি,আমাায় একটু ভালোবাসতে, তুমি না বাসলেও আমায় একটু সুযোগ দিতে, এই সম্মতিটাই চেয়েছিলাম। কিন্তু তুমি দিলা না।
আমি জানি পৃথিবীতে জোর করে কিছুই টিকানো যায় না , তেমনি তোমার আর আমার সম্পর্ক টাও টিকানো গেলো না। একদিন বিকেলে আমায় ডেকে নিয়ে কবিতার মত আবৃতি করে শুনালে তোমার আর দিপ্তীর প্রেম কাহিনি, বিশ্বাস করো তখন কিছু সময়ের জন্য জিবন্ত লাশ হয়ে গিয়েছিলাম।খুব কষ্ট হচ্ছিলো, তাও কিছু বলিনি তোমায়, হাজারটা প্রশ্ন ছুড়ে দেই নি তোমার দিকে, আমার আবেগ নিয়ে খেলার জন্য তোমাকে কাটগড়ায় দাঁড় করাই নি, দিপ্তী কে পেলে তুমি সুখি হবা ভেবে সরে গিয়েছি তোমার পথ থেকে, চিরদিনের মতো।আর কখনো দাঁড়াবো না তোমার সামনে ভালবাসার দাবি নিয়ে,ভালো থেকো দিপ্তীর কে নিয়ে।
ইতি
একটা পাগলী।

Popular posts from this blog

প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার..

পাত্রী যখন ছাত্রী.....অসাধারণ একটা ভালোবাসার গল্প আশা করি ভালো লাগবে...

এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে যে বড্ড কষ্ট হচ্ছে।

পাশের বাসায় আসা নতুন ভাড়াটিয়ার সুন্দরী মেয়েটিকে হঠাৎ আমার নজরে পড়লো ।

Keno Ei Nishongota PARTHO - Lyrics IN BANGLA