এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে যে বড্ড কষ্ট হচ্ছে।

সকাল থেকেই অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল।যাকে বলে বিরামহীন বৃষ্টি,থামছেই না,যেনো আজ আকাশের সব রাগ, দুঃখ, কষ্ট বৃষ্টি হয়ে নামছে,দেখতে দেখতে দুপুর হয়ে গেছে, আকাশে রংধনুটার আবির্ভাব ঘটেছে এইমাত্র। কেউ যেন খুব নিখুঁতভাবে গোটা আকাশটাকে লেপে দিয়েছে সাত রঙের সাতটা তুলি দিয়ে।
বৃষ্টির ঝাপটা থেকে নিজেদের রক্ষা করার জন্য নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া পাখিগুলো আবারো ভিড় জমাচ্ছে মুক্ত আকাশে। কত্ত স্বাধীন ওরা! ইস! আমার যদি ওদের মত ডানা থাকতো! হারিয়ে যেতাম আমার এই চেনা জগতটা ছেড়ে অনেক দূরে. . .অনেক দূরে, অজানা পথে পাড়ি দিতাম।
নিজেকেই নিজে প্রশ্ন করছি আজ এমন কেন মনে হচ্ছে আমার? যে আমি ঘরে থেকে একদমই বেরুতে চাইতাম না, আমার পৃথিবী বলতে ছিলো চারকোনার ঘর, আর ছোট্ট একটা বারান্দা,আর বাসার ছাদ টা, বুক ভরে নিঃশ্বাস নিতাম এই জায়গা গুলোতে, এইটুকু জুড়েই আমার পৃথিবী ছিলো।
অথচ আজ আমার হারিয়ে যেতে ইচ্ছে করছে
আজ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে,বারান্দাটা অসহ্য লাগছে, বাসার উপরের ছাদটাকে পাহাড়ের মতো মনে হচ্ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে।
খুব কষ্ট হচ্ছে খুবউউউউ, কিন্তু কেনো? উওর নেই আমার কাছে!!
বুক ভরে নিঃশ্বাস নেওয়াটা আমার খুব দরকার, খুব দূরে হারিয়ে যাবো,চিৎকার করে কাঁদবো, অনেক চিৎকার করে কাঁদবো, কেউ শুনে যাবে এই ভয় থাকবে না, কারন ওইখানে তো আমি একাই, কে শুনবে আমার কান্না? পৃথিবী থেকে বিদায় নিতে চাই, বুক ভরে নিঃশ্বাস নিতে চাই আমি।
এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে যে বড্ড কষ্ট হচ্ছে।

Popular posts from this blog

প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার..

পাত্রী যখন ছাত্রী.....অসাধারণ একটা ভালোবাসার গল্প আশা করি ভালো লাগবে...

পাশের বাসায় আসা নতুন ভাড়াটিয়ার সুন্দরী মেয়েটিকে হঠাৎ আমার নজরে পড়লো ।

Keno Ei Nishongota PARTHO - Lyrics IN BANGLA