*অভিমানে ছেঁড়া চিঠি*

মেয়ে,
 ক্ষমা করে দিও,ভালো থেকো বললেই ক্ষমা করা বা ভালো থাকা যায়না।যদি পারতাম যানবাহনের গ্যাস সিলিন্ডারের মত আমিও গায়ে লিখে দিতাম জন্ম থেকে জ্বলছি,তুমি তো সব জানতে,কেন তবে এত ছলনা?এত অভিনয়?
পারিবারিক সমস্যা,এক্সিডেন্ট এ পায়ে সমস্যা,পড়াশোনা,মধবিত্ত পরিবারের আর্থিক সমস্যা সবই তো জানতে,বুঝতে তাহলে কেন এত আয়োজন করে কষ্ট দিলে?

বামহাত,ডানহাত এর মত তোমার তো আবার অযুহাত আছে তখন ছোট ছিলে,কম বুঝতে,তারপর মা বাবার দোয়া ছাড়া কেউ সুখী হতে পারেনা,আমি সময় কম দিই,খারাপ ব্যবহার করি আরও কত কি?
তাহলে জবাব টা বুঝে নাও---
৬ বছর দক্ষতার সাথে অভিনয় করলে,একবার বুঝতেও দিলেনা,আমি ক্রিকেট ভালোবাসি,ক্রিকেট খেলতাম,আমি বন্ধুদের সময় দিয়েও পর্যাপ্ত সময় দিতাম।বাবার পকেট থেকে চুরি করে মোবাইল বিল,দেখা করার গাড়ি ভাড়া যোগাড় হতো।আর মা বাবার দোয়া?
কেমন মা বাবা তারা যারা কুফরী কাজে লিপ্ত,অহংকারী,লোভী???

সম্পর্কটা বিয়ে পর্যন্ত নেবো বলেই তো তোমায় এতবছর না ছুঁয়ে থাকা,আমি না ছোঁয়াতে এখন বলছো  তিনি যা করে ভালোর জন্য করে,,,তোমার নতুন ক্রেতার সাথে যে এতবার নিজেকে শেয়ার করেছো বিয়ের আগেই সে ব্যাপারে প্রশ্ন করতে কেনো বললে সেটা তোমার ব্যাপার,দুজনই এনজয় করেছো???তোমায় শারিরীর সুখ দিই নি বলে ক্ষমা চাইছি,কিন্তু নিজের বিবেকের কাছে আমি বিজয়ী
আজ তুমি ভালো নেই,আমাকে মিস করো,নতুন প্রিয়জন তোমার থাকার পরও আমাকে মিস করার ভুল কেন করছো?
বাবা মা,প্রিয়জন,পড়াশোনা,ক্যারিয়ার গড়ার সুযোগ যা চেয়েছো আমি ছাড়া সবই তো আছে এখন তাহলে ভালো নেই কেন?ভালো থাকবে বলে গেছো ভালো থাকো,অভিশাপ দিয়েছি তখন না বুঝে,জানিনা অভিশাপে কি সে যায়,সত্যি বলছি আমি চাই তুমি ভালো থাকো।
সময়ে মানুষ বদলায় জানি,কেমন বদলালে তরল পদার্থের মত যে পাত্রে যাও তুমি সেই পাত্রের আকার ধারন করো?
কখনও কি ভেবেছো তুমি যাওয়ার পর আমার রাতত দিন কিভাবে কেটেছে?কি খেয়েছি,কি পড়েছি,কিছুদিন পরই আমার ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষা ছিলো,কাঁদতে কাঁদতে আমার বইয়ের পৃষ্টা ছুটে গেছে,চোখে ঝাপসা দেখতাম পড়তেই পারিনি,খাওয়া তো বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খেয়েছি,ঘুম সেতো সোনার হরিন...মন খারাপের রাতে বিছানায় এপাশ ওপাশ করতে করতে চলে যেত।
খারাপ ব্যবহার বা শাসন বলতে কি বুঝাতে চাইলে?স্বাধীনতা বলতে  কি বুঝো?
যার তার সাথে মেলামেশা বন্ধুত্ব কি স্বাধীনতা? যেখানে নিজ বাবার  নিরাপত্তা নাই সেখানে আমি বারন করলে স্বাধীনতা খর্ব হয়?কিছু বললেই জবাব দিতে তুমি তো ওদের ভাইবন্ধু ভাবো।
আমার প্রশ্ন ওরা তোমায় নিজ  ভাইয়ের  চোখে দেখেতো?
আমার তো নেই পাঁচতলা বাড়ি,বিলাসবহুল গাড়ি,সুদর্শন চেহারা সমস্যাটা সেখানেই💘

হ্যাঁ ঠিক বলেছো তিনি যা করেন ভালোর জন্যই করেন,ভালো আছি এখন,তবে নিজের প্রতি এখনও অবিচার করে চলেছি,এখনও নিজেকে ভালোবাসতে পারিনি।

Popular posts from this blog

প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার..

পাত্রী যখন ছাত্রী.....অসাধারণ একটা ভালোবাসার গল্প আশা করি ভালো লাগবে...

এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে যে বড্ড কষ্ট হচ্ছে।

পাশের বাসায় আসা নতুন ভাড়াটিয়ার সুন্দরী মেয়েটিকে হঠাৎ আমার নজরে পড়লো ।

Keno Ei Nishongota PARTHO - Lyrics IN BANGLA