মানুষের ভালোবাসার আকাঙ্ক্ষা অনেক বেশি, ভালোবাসবার ক্ষমতা খুবই কম!
মানুষের ভালোবাসার আকাঙ্ক্ষা অনেক বেশি, ভালোবাসবার ক্ষমতা খুবই কম!
.
একটা মানুষ সারাজীবন কাওকে একভাবে ভালোবাসতে পারেনা।
আজ যে ছেলেটা মা’কে ছাড়া কিচ্ছু বোঝেনা; বিয়ের পর সেই ছেলেটাই বাইরে থেকে ফিরে মা'র ঘরে একটু উঁকি দিতে প্রায়ই ভুলে যায়।
বিয়ের প্রথম প্রথম যে মেয়েটা স্বামীকে জড়িয়ে না ধরলে ঘুমাতে পারতোনা; কয়েকটা বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর সেই মেয়েটাই বলে ‘অ্যাই সরো’তো, ঘুমাতে দাও, বিরক্ত করোনা, বুড়ো বয়েসে ভীমরতি’ ইত্যাদি ইত্যাদি।
আগে যে'মা ছেলের জন্য গভীর রাত পর্যন্ত খাবার টেবিলে অপেক্ষা করতো; ছেলের বৌ ঘরে আসার পর সেই মা’ই বলে ‘তোর বৌ’কে বল আমি পারবোনা, তোর বৌ’কে এ’বাড়িতে এনেছি কি শুধু ঘুমানোর জন্যে?’
ভার্সিটির সমাপনি পরিক্ষার পর যে বন্ধুটি আবেগাপ্লুত হয়ে চোখের পানি মুছতে মুছতে বলেছিলো ‘দোস্ত, ভাবতেই পারছিনা, কাল থেকে ক্লাস-ব্রেকে তোর সাথে বসে চা খাওয়া হবেনা!’ ‘চিন্তা করিস না, সপ্তাহে একদিন অন্তত আড্ডা দিতে আসবো।’ সেই বন্ধুটি মাসে একবার ফোনে খবর নেয়ার সময় পায়না।
‘সূর্য পশ্চিম দিক থেকে উঠতে পারে, কিন্তু তোমার কাছ থেকে আমাকে কেও আলাদা করতে পারবেনা’ বলে যেই মেয়েটি ছেলেটিকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরেছিলো; বছর কয়েক বাদে সেই মেয়েটিই অন্য একটি মানুষের বাহুডোরে কোন এক বিশেষ মুহূর্তে বলে ফেলে ‘আপনাকে আমি অনেক ভালোবাসি’.......!!!!