Keno Ei Nishongota PARTHO - Lyrics IN BANGLA

কেন এই নিঃসঙ্গতা
Singer:Partho Borua
.
কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা
কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা
আমাকে ঘিরে
কেও না জানুক কার কারণে
কেও না জানুক কার স্মরণে
মন পিছু টানে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে
.
স্বপ্ন গুলো অন্য কারো ভুল গুলো আমারি
কান্না গুলো থাক দুচোখে কষ্ট আমারি
ভেবে নিব প্রেম আনে আর আধারি
কেও না জানুক কোন বিরহে
দিন চলে যায় আজ কিভাবে
মন পিছু টানে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে
তবুও জীবন যাচ্ছে কেটেজীবনের নিয়মে নিয়মে
.ইচ্ছে গুলো থাক হৃদয়ে ব্যর্থতা আমারি
সুখ না হোক অন্য কারো দুঃখরা আমারি
ভুলে যাবো মন যেন আজ ফেরারি
কেও না জানুক কোন হতাশায়
দিন চলে যায় নীরবে হায়
মন পিছু টানে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে
কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা
কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা
আমাকে ঘিরে
কেও না জানুক কার কারণে
কেও না জানুক কার স্মরণে
মন পিছু টানে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে
কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা
কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা
আমাকে ঘিরে
কেও না জানুক কার কারণে
কেও না জানুক কার স্মরণে
মন পিছু টানে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে


Popular posts from this blog

প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার..

পাত্রী যখন ছাত্রী.....অসাধারণ একটা ভালোবাসার গল্প আশা করি ভালো লাগবে...

এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে যে বড্ড কষ্ট হচ্ছে।

পাশের বাসায় আসা নতুন ভাড়াটিয়ার সুন্দরী মেয়েটিকে হঠাৎ আমার নজরে পড়লো ।