সিক্সথ সেন্স
কিছু মনে না করলে কিছু কথা বলতে চাই..
- মনে হচ্ছে যে কথাটা বলতে চান.. সেই কথাটাতে আমি কিছু মনে করবো না.. সিক্সথ সেন্স থেকে বললাম..
- বলতে নিষেধ করলে বলবো না..
- নিষেধ নেই, বলুন.. কোন কিছুতে মেয়েদের নিষেধ করতে নেই.. এতে মেয়েরা খুব অভিমান করে.. রাগ ভাঙানো যায়, মেয়েদের অভিমান মন থেকে ভাঙানো কষ্ট..
- আপনাকে আমার অল্প অল্প ভালো লাগে.. খুব ই অল্প ভালো লাগে... খুব বেশি ভালো লাগে না.. খুব বেশি ভালো লাগলে প্রেমে পড়ে যেতে হয়..
- প্রেমে না পড়তে চাইলে পড়বেন না.. জোরাজুরি নেই..
- জানি..
- এই অল্প ভালো লাগার কথা বলার জন্য অনুমতি মেয়েরা চায় না.. আপনি আরো কিছু বলতে চান.. বলুন..
- হুম কথা আরো বাকি আছে.. পরের কথা গুলো বলার জন্য হালকা নিঃশ্বাস নিতে চাই.. কিছুক্ষণ ভাবতে চাই..
- নিঃশ্বাস চোখ বন্ধ করে নিন.. এতে কি হয় জানেন, নিঃশ্বাস একদম ফুসফুস পর্যন্ত যায়.. সেখানে কিছুক্ষণ থাকে.. আশেপাশে ঘুরে ঘুরে দেখে.. এরা বহিরাগত নিঃশ্বাস.. এদের তাড়ানো যায় না.. এরা মনকে শক্ত করে কিছুক্ষণ এর জন্য..
- মন অনেক শক্ত আমার..
- তাহলে হাত কাঁপছে কেনো? ভয় করছে? শীত লাগছে নাতো? নিঃশ্বাস কি ফুসফুসে বেশি নিয়ে ফেললেন?
- না বেশি নেই নি.. যতটুক দরকার ঠিক ওইটুকুই নিলাম..
- কথা গুলো খুব গম্ভীর করে বললেন.. অভিমান করলেন নাকি রাগ?
- মেয়েরা সহজে কারো প্রেমে পড়ে না.. কারো প্রেমে একবার পড়লে তার উপর রাগ, অভিমান করে থাকতে পারে না.. রাগ অভিমানের সত্ত্ব ত্যাগ করে প্রেমে পড়ে যায়..
- মনে হচ্ছে এভাবে আর কিছু দিন থাকলে আমি আপনার প্রেমে পড়বো.. সাংঘাতিক প্রেমে পড়বো..
- সিক্সথ সেন্স থেকে বললেন..?
- বুক ভর্তি নিঃশ্বাস নিয়ে বললাম.. ফুসফুসে বহিরাগত নিঃশ্বাস এখন.. এরা সত্ত্ব ত্যাগ করে চলে আসছে..