বুঝিয়ে দিবে তুমি অন্য কারো না শুধুই দিপ্তর দিপ্তী

গাছের নোংরা পাতা গুলি ধুয়ে মুছে দিয়ে গেলো একপশলা বৃষ্টি, শুকনো মাটি ভিজে নরম হলো।
.
ভেজা বাতাসে সিক্ত হলো পৃথিবী। অথচ তোমার অশান্ত মন আরো উতলা হলো শুধু আমি পাশে নেই বলে!
রাতের আকাশে মেঘের আড়ালে চাঁদ টা বার বার লুকোচুরি খেলছে, নারিকেল পাতাল ফাঁক দিয়ে জোৎস্না চুয়ে পড়ছে মাটিতে। জোনাকিরা মনের সুখে ঘুরে বেড়াচ্ছে সে আলোয়, অথচ তুমি ভালো নেই এমন চাঁদনী রাতে আমি তোমার পাশে নেই বলে!Image may contain: sky, ocean, cloud, nature and outdoor
.
ভোরের শিশির ভেজা ঘাসের ডগায় নেচে বেড়ায় ঘাস ফড়িং, দিনের আলো এসে উষ্ণ করে পৃথিবী, সে আলো গায়ে মেখে উড়ে বেড়ায় প্রজাপতি, অথচ তুমি পড়ে আছ বিষণ্ণতায় আমি তোমার পাশে নেই বলে!
এই রাত ভোর জোৎস্না জোনাকি নিদিষ্ট কারো জন্য তৈরি করা হয়নি,পুরো পৃথিবীটা তৈরি করা হয়েছে শুধু তোমার জন্য। তুমি যখন আমাকে নিয়ে খুব বেশী ভাব তখনি আসলে তুমি একলা হয়ে যাও!
বিশ্বাস করো যে কল্পনা নিয়ে তুমি বসে আছ সেটাই একদিন বাস্তবিক হয়ে যাবে। সেই আমি যখন তোমার জীবনে আসব তখন দেখবা এই বৃষ্টির দিনে সে পাশে নেই এমন টা আর মনে হবে না তোমার,তোমায় একলা বারান্দায় রেখে সে যখন আমি ব্যাস্ততা দেখাব তখন তোমার দ্বিগুন কষ্ট হবে কিন্তু হাত বাড়ালেই আমাকে পেয়ে যাবে আমাকে। এত গুলা রাত ভোর জোৎস্না জোনাকি ফিরিয়ে দিয়ে তুমি যার অপেক্ষায় থাকবে সেই তোমায় বুঝিয়ে দিবে তুমি অন্য কারো না শুধুই দিপ্তর দিপ্তী

Popular posts from this blog

প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার..

পাত্রী যখন ছাত্রী.....অসাধারণ একটা ভালোবাসার গল্প আশা করি ভালো লাগবে...

এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে যে বড্ড কষ্ট হচ্ছে।

পাশের বাসায় আসা নতুন ভাড়াটিয়ার সুন্দরী মেয়েটিকে হঠাৎ আমার নজরে পড়লো ।

Keno Ei Nishongota PARTHO - Lyrics IN BANGLA