মায়াময়
রাতের অতল অন্ধকারটুকু একান্তই আপন হাতড়ে স্পর্শ নিই পাথর দৃষ্টি নিক্ষেপ করে স্বচ্ছ কালোয়,মনের খাতার মলাট খুলে বেরিয়ে আসে শব্দহীন মৌনতায় আবৃত কোলাহল; শুরু থেকে আজ অবধি মরীচিকার ধূসর দেয়ালে ঝুলে থাকা চেনা-অচেনা নিরব, মুখরিত শোরগোল। আমি চোখ বুজে অবলোকন করি বিচ্ছুরিত জমাট রাত্রি কানে কানে কত কিছু বলে যায়,নিশ্চুপ আলিঙ্গনে মিশে যাই একাকার হয়ে ক্রমশ; মুঠোয় পুরে মেখে নিই বন্ধ দৃষ্টিতে উপর্যুপরিভিজে একাকার হই তার সুমধুর মূর্ছনায়।ডেকে ডেকে আমাকে সমর্পণের ঘুম পাড়িয়ে দেয় পলকহীন চোখের পাতায় পরম আদরে, মায়াময় কোমলতায়।