মায়াময়

Image may contain: one or more people and text
রাতের অতল অন্ধকারটুকু একান্তই আপন হাতড়ে স্পর্শ নিই পাথর দৃষ্টি নিক্ষেপ করে স্বচ্ছ কালোয়,মনের খাতার মলাট খুলে বেরিয়ে আসে শব্দহীন মৌনতায় আবৃত কোলাহল; শুরু থেকে আজ অবধি মরীচিকার ধূসর দেয়ালে ঝুলে থাকা চেনা-অচেনা নিরব, মুখরিত শোরগোল। আমি চোখ বুজে অবলোকন করি বিচ্ছুরিত জমাট রাত্রি কানে কানে কত কিছু বলে যায়,নিশ্চুপ আলিঙ্গনে মিশে যাই একাকার হয়ে ক্রমশ; মুঠোয় পুরে মেখে নিই বন্ধ দৃষ্টিতে উপর্যুপরিভিজে একাকার হই তার সুমধুর মূর্ছনায়।ডেকে ডেকে আমাকে সমর্পণের ঘুম পাড়িয়ে দেয় পলকহীন চোখের পাতায় পরম আদরে, মায়াময় কোমলতায়।

Popular posts from this blog

প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার..

পাত্রী যখন ছাত্রী.....অসাধারণ একটা ভালোবাসার গল্প আশা করি ভালো লাগবে...

এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে যে বড্ড কষ্ট হচ্ছে।

পাশের বাসায় আসা নতুন ভাড়াটিয়ার সুন্দরী মেয়েটিকে হঠাৎ আমার নজরে পড়লো ।

Keno Ei Nishongota PARTHO - Lyrics IN BANGLA