এক বর্ষার বর্ষণের দিন এক গুচ্ছ কদম হাতে এসে দাড়াব



কোনো এক বর্ষার বর্ষণের দিন এক গুচ্ছ কদম হাতে এসে দাড়াব তোমার বাড়ির গেট এর সামনে দিপ্তী। তোমায় তো আগেই বলেছি সে দিন তুমি অবশ্যই আমার দেয়া নীল রঙা শাড়িটিই পরবে। এসেই সেলফোন হাতে নিয়ে তোমার নম্বরে ডায়েল করব। ফোন ধরতেই আমি তোমায় বর্ষার প্রথম বর্ষণের ভেজা মিত্তিকার সুবাস যুক্ত ভালবাসার দুপশলা ভালবাসা বাক্য শুনাব।তুমি চুপ করে মুচকি হেসে। এতক্ষণে তুমি বুঝে গেছ আমি নিচে দাঁড়িয়ে।ছুটে এলে বারান্দায়। আহ তুমি ঠিকই সেই নীল শাড়ী পরেছ। কপালে তোমার মেঘ কালো টিপ। তোমায় যেন নীলাম্বর এর আমার প্রিয় মেঘ পুঞ্জের পাল মনে হল।তুমি জানোই মেঘ আমার কত প্রিয়।কদম হাতে দুহাত মেলে তোমায় আমার কাক ভেজা তবু উষ্ম ভালবাসার বক্ষ মিলনের আহবান জানিয়ে মৃদু আহবান জানিয়ে ঠোটে হাসির রেখা ফুটিয়ে তুললাম।তুমি দৌড়ে নেমে এসেছ বাসার নিচে। জড়িয়ে ধরেছ এক বৃষ্টিস্নাত আমাকে। ভালবাসার এক নতুন বর্ষণের অনুভূতিকে পূর্ণতা দিতে। ভালবাসা আজ বৃষ্টির ফোটায় বহমান হল দুজনার.........

Image may contain: one or more people, tree, outdoor and nature

Popular posts from this blog

প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার..

পাত্রী যখন ছাত্রী.....অসাধারণ একটা ভালোবাসার গল্প আশা করি ভালো লাগবে...

এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে যে বড্ড কষ্ট হচ্ছে।

পাশের বাসায় আসা নতুন ভাড়াটিয়ার সুন্দরী মেয়েটিকে হঠাৎ আমার নজরে পড়লো ।

Keno Ei Nishongota PARTHO - Lyrics IN BANGLA