#কক্সবাজারে_আলোচিত_একরাম_ক্রসফায়ার।
একজন ইয়াবা গডফাদারের জানাজায় হাজার হাজার লোকের সমাগম হয় না। যে লোকটার বিরুদ্ধে থানায় কোন মামলা নেই, কোন অভিযোগ নেই, তাকে ইয়াবা গডফাদার বানিয়ে দিলেন কিসের ভিত্তিতে? এই ঘটনায় স্রেফ একজন নিরপরাধ মানুষকে হত্যা করা হল।
এই লোকটা ৩ বারের সফল কাউন্সিলর, স্থানীয় সাংসদ বদির বিরুদ্ধে নানান কর্মকান্ডে সৌচ্চার ছিলেন। কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধেও নানা সময় মাঠে সরব ছিলেন। একরাম ইয়াবা গড ফাদার হলে তার বিপুল সম্পত্তি থাকার কথা, কিন্তু সম্পত্তি বলতে একটা পরিত্যক্ত বাড়ি ছাড়া কিছুই নেই।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় একরাম নামে যার কথা বলা হচ্ছে সে নাম নিয়েও যথেষ্ট সন্দেহ রয়ে গেছে। স্থানীয় আওয়ামীলীগ নেতা, বিএনপি নেতা হতে শুরু করে সাধারণ জনগণ কারো কাছেই একরামের ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কোন তথ্য নেই। তবে কেন রাতের আঁধারে কোন প্রকার ক্রস চেক না করে এভাবে একজন মানুষকে কথিত বন্ধুক যুদ্ধের নামে হত্যা করা হল!
এ ঘটনা শুধু মাদক বিরোধী অভিযানকেই প্রশ্নবিদ্ধ করেনি, বরং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থার জায়গাটুকুও নড়বড় করে দিয়েছে।