বেকার ভাতা কতটুকু বাস্তব?
বেকার ভাতা --
কতটুকু বাস্তব?
একজন মানুষ তখনই বেকার থাকে, যখন তার কোন কর্মসংস্থান থাকে না!
এই বেকারত্বের আবার লেবেল আছে-- এটা ঠিক ইউরোপ আমেরিকান বেকার না!
তাদের দেশে ভার্সিটি পাস মানেই শুধু সার্টিফিকেট পাস না, আরো অনেক কিছু!
তারা এমনই সিস্টেমের ভিতরে বড় হয় যে, অনেক স্কিল তাদের জানা থাকে! যেমন - ভার্সিটি পাস অনেক ছেলে আছে ড্রাইভিং পর্যন্ত জানে না!
একটা সকেট থেকে তার সংযোগ দিয়ে একটা বাতি কিভাবে জ্বালাতে হয় জানেনা!
ইন্টার পাস, ই-মেইল কিভাবে সেন্ড রিসিভ করতে হয়, ফাইল সেইভ করতে হয় জানেনা! -- অথচ উন্নত বিশ্বে এইসব প্রাইমারি লেভেলের কাজ!
আমাদের দেশে মাথাপিছু ডাক্তারের চাহিদা কতো? সিভিল ইঞ্জিনিয়ার? আর্কিটেকচার? পাইলট?
উন্নত বিশ্বে এমন স্কিল থাকার পর ও যারা কাজ পায়না, তাদের ভাতা দেয় সরকার! এটা তাদের রাষ্ট্রীয় দায়িত্ব!
যেমন - দক্ষিণ কোরিয়ায় এক এম বি বিএস সমপর্যায়ে পাস করা এক বেকার মিউনিসিপালিটির ক্লিনারের পদে আবেদন করে!
তার মানে এই না যে তাদের দেশে চাকুরী নেই! কিন্তু তাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে! তাই সে বসে না থেকে এই কাজ বেছে নিয়েছে!।
ইউরোপ আমেরিকার দিকে যদি তাকান দেখবেন-- তাদের দেশগুলো উচ্চ টেক্স পেয়িং নেশন! আছে ইইনকাম টেক্স! আছে বাধ্যতামূলক ইন্সূওরেনশ পলিসি এবং হেলথ ইন্সুওরেনশ পলিসি!
অর্থাৎ আপনার মোট আয়ের ১০থেকে ১৫ ভাগ কোন না কোন ভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে!
আর তার বেনিফিট হলো -- পঙ্গুত্ব বরণ করলে, বৃদ্ধ হলে, অসুস্থ হলে, বেকার থাকলে সরকার তা ইন্সিওরেন্স পলিসির মাধ্যমে কাভার করে!
এইখানে আরো কিছু পয়েন্ট আছে-- যেমন- তাদের নিয়ন্ত্রিত জনসংখ্যা, দুর্নীতি মুক্ত প্রশাসন এবং আইন শৃঙ্খলা উন্নত!
আপনি হয়তো শুনে থাকবেন অমুক দেশে জার্মানিতে, ফিনল্যান্ড এ, ইভেন জাপানে জনসংখ্যা কমছে, বাড়ছে না, ফলে তারা বিভিন্ন স্কিম হাতে নিয়েছে বাচ্চা জন্মদানে উৎসাহ যোগাতে!
আবার নরওয়ে, ডেনমার্কে জেলখানা বন্ধ হয়ে যাচ্ছে কয়েদী না থাকায়!
কানাডা আগামী ৫ বছরে ১০ লাখ শ্রমিক নেবে অর্থনীতি ঠিক রাখতে!
এমন সব দেশে বেকারত্ব থাকবে কি করে?
আমাদের অবস্থান কি ইউরোপ আমেরিকার মতো? অথবা জাপান কোরিয়ার মতো?
ইভেন চায়না, মালয়েশিয়া বা ভারতের মতো? চিন ভারতে কি বেকার ভাতা আছে?
অথবা তেল গ্যাসে সমৃদ্ধ ধনী আরব দেশেগুলোতে?
আমাদের এখন দরকার বেকারকে সকার করা! আজকে চীন বিশ্বকে কিভাবে ডমিনেট করছে?
তারা সারাদেশে ভোকেশনাল ট্রেনিং এর মতো অসংখ্য ট্রেনিং সেন্টার গড়ে তুলেছিলো-- বিশ্ববিদ্যালয় কলেজে পড়ে বেকার ঘুরতে দেয়নি!
স্কীলড করেছে!
তাই তারা এই অবস্থানে!
আজকে কেউ যদি বলতো, পয়সার অভাবে যারা উচ্চশিক্ষা নিতে পারছে না, তাদের জন্য বিনা বেতনে থাকা এবং পড়াশুনার খরচ নিবে সরকার! -- তাহলে কাজের কাজ হতো!
আর হ্যা, সেইদিক থেকে চিন্তা করলে আরো আগেই দেশে চালু আছে - বয়স্ক ভাতা, ৮ম শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি, প্রতিটি শিশুর প্রাইমারী শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা ভাতা!
কিন্তু আমাকে ব্যতিক্রম কিছু করতে হবে! কি করতে হবে? বেকার ভাতা!
বাহ,
যে দেশে এখনো ৩৪ লাখ বেকার, যে দেশে এখনো প্রায় এক কোটি মানুষ তিনবেলা পরিমিত আহার পায়না, যে দেশে হাসপাতালে সিটের অভাবে রাস্তায় বাচ্চা জন্ম দিতে গিয়ে মা মারা যায়-- সে দেশে বেকার ভাতা?
টাকাটা আসবে কোথা থেকে? তেলের খনি সোনার খনি আছে?
টাকাটা কি তাহলে জনগণের পকেট থেকে যাবে না? এ যেন অবাক জল পান!
কতটুকু বাস্তব?
একজন মানুষ তখনই বেকার থাকে, যখন তার কোন কর্মসংস্থান থাকে না!
এই বেকারত্বের আবার লেবেল আছে-- এটা ঠিক ইউরোপ আমেরিকান বেকার না!
তাদের দেশে ভার্সিটি পাস মানেই শুধু সার্টিফিকেট পাস না, আরো অনেক কিছু!
তারা এমনই সিস্টেমের ভিতরে বড় হয় যে, অনেক স্কিল তাদের জানা থাকে! যেমন - ভার্সিটি পাস অনেক ছেলে আছে ড্রাইভিং পর্যন্ত জানে না!
একটা সকেট থেকে তার সংযোগ দিয়ে একটা বাতি কিভাবে জ্বালাতে হয় জানেনা!
ইন্টার পাস, ই-মেইল কিভাবে সেন্ড রিসিভ করতে হয়, ফাইল সেইভ করতে হয় জানেনা! -- অথচ উন্নত বিশ্বে এইসব প্রাইমারি লেভেলের কাজ!
আমাদের দেশে মাথাপিছু ডাক্তারের চাহিদা কতো? সিভিল ইঞ্জিনিয়ার? আর্কিটেকচার? পাইলট?
উন্নত বিশ্বে এমন স্কিল থাকার পর ও যারা কাজ পায়না, তাদের ভাতা দেয় সরকার! এটা তাদের রাষ্ট্রীয় দায়িত্ব!
যেমন - দক্ষিণ কোরিয়ায় এক এম বি বিএস সমপর্যায়ে পাস করা এক বেকার মিউনিসিপালিটির ক্লিনারের পদে আবেদন করে!
তার মানে এই না যে তাদের দেশে চাকুরী নেই! কিন্তু তাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে! তাই সে বসে না থেকে এই কাজ বেছে নিয়েছে!।
ইউরোপ আমেরিকার দিকে যদি তাকান দেখবেন-- তাদের দেশগুলো উচ্চ টেক্স পেয়িং নেশন! আছে ইইনকাম টেক্স! আছে বাধ্যতামূলক ইন্সূওরেনশ পলিসি এবং হেলথ ইন্সুওরেনশ পলিসি!
অর্থাৎ আপনার মোট আয়ের ১০থেকে ১৫ ভাগ কোন না কোন ভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে!
আর তার বেনিফিট হলো -- পঙ্গুত্ব বরণ করলে, বৃদ্ধ হলে, অসুস্থ হলে, বেকার থাকলে সরকার তা ইন্সিওরেন্স পলিসির মাধ্যমে কাভার করে!
এইখানে আরো কিছু পয়েন্ট আছে-- যেমন- তাদের নিয়ন্ত্রিত জনসংখ্যা, দুর্নীতি মুক্ত প্রশাসন এবং আইন শৃঙ্খলা উন্নত!
আপনি হয়তো শুনে থাকবেন অমুক দেশে জার্মানিতে, ফিনল্যান্ড এ, ইভেন জাপানে জনসংখ্যা কমছে, বাড়ছে না, ফলে তারা বিভিন্ন স্কিম হাতে নিয়েছে বাচ্চা জন্মদানে উৎসাহ যোগাতে!
আবার নরওয়ে, ডেনমার্কে জেলখানা বন্ধ হয়ে যাচ্ছে কয়েদী না থাকায়!
কানাডা আগামী ৫ বছরে ১০ লাখ শ্রমিক নেবে অর্থনীতি ঠিক রাখতে!
এমন সব দেশে বেকারত্ব থাকবে কি করে?
আমাদের অবস্থান কি ইউরোপ আমেরিকার মতো? অথবা জাপান কোরিয়ার মতো?
ইভেন চায়না, মালয়েশিয়া বা ভারতের মতো? চিন ভারতে কি বেকার ভাতা আছে?
অথবা তেল গ্যাসে সমৃদ্ধ ধনী আরব দেশেগুলোতে?
আমাদের এখন দরকার বেকারকে সকার করা! আজকে চীন বিশ্বকে কিভাবে ডমিনেট করছে?
তারা সারাদেশে ভোকেশনাল ট্রেনিং এর মতো অসংখ্য ট্রেনিং সেন্টার গড়ে তুলেছিলো-- বিশ্ববিদ্যালয় কলেজে পড়ে বেকার ঘুরতে দেয়নি!
স্কীলড করেছে!
তাই তারা এই অবস্থানে!
আজকে কেউ যদি বলতো, পয়সার অভাবে যারা উচ্চশিক্ষা নিতে পারছে না, তাদের জন্য বিনা বেতনে থাকা এবং পড়াশুনার খরচ নিবে সরকার! -- তাহলে কাজের কাজ হতো!
আর হ্যা, সেইদিক থেকে চিন্তা করলে আরো আগেই দেশে চালু আছে - বয়স্ক ভাতা, ৮ম শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি, প্রতিটি শিশুর প্রাইমারী শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা ভাতা!
কিন্তু আমাকে ব্যতিক্রম কিছু করতে হবে! কি করতে হবে? বেকার ভাতা!
বাহ,
যে দেশে এখনো ৩৪ লাখ বেকার, যে দেশে এখনো প্রায় এক কোটি মানুষ তিনবেলা পরিমিত আহার পায়না, যে দেশে হাসপাতালে সিটের অভাবে রাস্তায় বাচ্চা জন্ম দিতে গিয়ে মা মারা যায়-- সে দেশে বেকার ভাতা?
টাকাটা আসবে কোথা থেকে? তেলের খনি সোনার খনি আছে?
টাকাটা কি তাহলে জনগণের পকেট থেকে যাবে না? এ যেন অবাক জল পান!