ভালবাসা,,,,,তুমি আসবে তো !

ভালবাসা,,,,,তুমি আসবে তো !
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
সাদা কাপড়ে মোড়ানো ভালবাসাটায় আজ প্রখর হয়ে দাঁড়িয়ে আছে।
গতিশীল হচ্ছে পরতে পরতে।
গত চার বছর আগে হারানো জীবনটায়
আজ শ্বাস-প্রশ্বাস নিচ্ছে আপন গতিতে।
এ কোন মেয়ে খেলা নয়,
ভাবের ঘরে বন্ধি কোন পাঠশালা নয়,
আবেগ মিশ্রিত কোন উর্বর মাটি নয়।
এটা বিশাল এক সমুদ্র, বিশাল এক আকাশ।
যেখানে প্রজাপতির মতো উড়ছে তরুণ-তরুণীর দল।
এখানে কোন ছেলে খেলা নেই,
আছে বটবৃক্ষ, লতাপতা, আছে আদিমতা।
আছে গাছ, আছে ফুল, আছে রক্তে মাখামাখি হিংস্র দানব থেকে সদ্য মক্ত হওয়া এক ললনা।
এখানে ফুসকা, চটপটি, ঝালমুড়ি
বিক্রি হচ্ছে যাহাতাহা দামে,
তাহারি অপেক্ষায় বসে থাকা,
যখন-তখন এখানে-সেখানে ক্ষনে-ক্ষনে।

ভালবাসা,,,,,তুমি আসবে তো !
ভালবাসা নীলকামে নিয়ে,
আমারি বারান্দায়, আমারি নাগর হয়ে।
 Image result for love pic

Popular posts from this blog

প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার..

পাত্রী যখন ছাত্রী.....অসাধারণ একটা ভালোবাসার গল্প আশা করি ভালো লাগবে...

এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে যে বড্ড কষ্ট হচ্ছে।

পাশের বাসায় আসা নতুন ভাড়াটিয়ার সুন্দরী মেয়েটিকে হঠাৎ আমার নজরে পড়লো ।

Keno Ei Nishongota PARTHO - Lyrics IN BANGLA