তোমাকে ভালবাসি।

দিপ্তী তোমার স্মরণে মাঝেমাঝে অনেক কিছু লিখে রাখি আমার ডাইরির পাতায় তুমি হয়ত দেখবে না না হয় আমি এ দেখাবো না।।।।
,
সেদিন প্রথম পরিচয়ে তোমাকে যখন পেলাম,,,,,,,
রাতের সেই মেঘলা আঁকাশে আমি জোৎস্না দেখেছিলাম,,,
তুমি যখন বন্ধুত্বের হাতটি বাড়ালে,,,
যেন আমাতে এক নতুন সুখের অনুভূতি জাগালে,,,
তোমার গাম্ভির্য্য ভরা চোখে চোখ রেখে,,,
আমার অনুভূতি গুলো নেঁচে উঠলো এক অনাবিল সুপ্ত সুখে,,,
তোমার নিত্য দিনের আচার আচারণে,,
আমি পুলকিত ছিলাম এক সুখকর শিহরনে,,,
জানি আমি আজ তুমি আযাচিত কোন এক অযৌক্তিক অযুহাতে নয় মনের বিরুদ্ধবাদ হয়ে তুমি আমার থেকে অনেক দূরে যতটা দূরে আমার আকাশ নয় তার থেকেও বেশি দূরে তুমি,,,,,,,,,,,
খবর নাও প্রতিদিন দিনে রাতে,,,
তবুও যদি জানি , তুমি আছো সুখে আর আমিও,,,,,,,,,
আজও খুশীতে চোখের কোণে জল আসে,,
শত কষ্ট মনে চেপে রেখে,,,,,,,,,তোমাকে ভালবাসি।
Image may contain: one or more people and close-up

Popular posts from this blog

প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার..

পাত্রী যখন ছাত্রী.....অসাধারণ একটা ভালোবাসার গল্প আশা করি ভালো লাগবে...

এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে যে বড্ড কষ্ট হচ্ছে।

পাশের বাসায় আসা নতুন ভাড়াটিয়ার সুন্দরী মেয়েটিকে হঠাৎ আমার নজরে পড়লো ।

Keno Ei Nishongota PARTHO - Lyrics IN BANGLA