মুখোমুখি বসে এক কাপ চায়ের পেয়ালায় দৃষ্টিনন্দন করিবো!
যদি সময় এসে ভীড় করে বক্ষ্য
সমুদ্রে,তবে একটা প্রজাপতি বিকেল
দিও-
মুখোমুখি বসে এক কাপ চায়ের
পেয়ালায় দৃষ্টিনন্দন করিবো!
স্বপ্ন গুলো নীরব স্তব্ধ, মাঝরাতে
মাথার উপর দাড়িয়ে থাকা চাঁদের
অাগোছালো হাসির মত !
এক আকাশ একটাই চাঁদ তবুও কত তফাৎ
জীবনের। কখনো দুরন্ত গতীতে
চলা,কখনো"বা সিগনালে দাড়িয়ে
থাকা ট্রাফিকের মত থমকে যায়-!
তবুও জীবন আর স্বপ্ন থেমে নেই, আমিও
রোজ কল্পনায় ভাবি,তোমার আমার
প্রেম হোক আর একটি বার, জ্যাম্স
ক্যামেরুনের মত কোন এক টাইটানিক
শহরে!