কেউ তোমায় এত ভালোবাসতে পারবেনা।
নিজেকে কঠোরতার শক্ত খোলসে আবৃত রেখেছি বলে ভেবোনা আমি ভালোবাসতে জানিনা।
যতটুকু ভালো আমি বাসতে জানি সাত জনমেও কেউ তোমায় এত ভালোবাসতে পারবেনা।
মনে রেখো ঝিনুঁকের ভিতর মুক্তো থাকে বলেই ঝিনুঁক শক্ত খোলসে নিজেকে লুকিয়ে রাখে।
সেই মুক্তো কে নিজের দখলে আনতে গেলে খোলস টাকে ভেঙ্গে ফেলতে হয়।
যতটুকু ভালো আমি বাসতে জানি সাত জনমেও কেউ তোমায় এত ভালোবাসতে পারবেনা।
মনে রেখো ঝিনুঁকের ভিতর মুক্তো থাকে বলেই ঝিনুঁক শক্ত খোলসে নিজেকে লুকিয়ে রাখে।
সেই মুক্তো কে নিজের দখলে আনতে গেলে খোলস টাকে ভেঙ্গে ফেলতে হয়।
তবে পুরুষের এ খোলস আঘাতে নয়।
বিশ্বাস দিয়ে ভাঙ্গতে হয়।
বিশ্বাস দিয়ে ভাঙ্গতে হয়।