নিঃসঙ্গতাপ্রিয় আমি
নিঃসঙ্গতাপ্রিয় আমি,
আমার এমন একজন কেউ নেই, যার কাছে প্রচন্ড বিশ্বাস নিয়ে আমি আমার কথা বলবো।
আমি কারোর এমন প্রিয় কেউ নই যে আমাকে শুনবে,
আমাকে বুঝবে। আমার অপ্রাপ্তি, আমার শূন্যতা গুলো পূরন করার মতো একটা কেউ নেই আমার।
বিস্তৃত শূন্যতায় কখনো কখনো কি বিপুল বিষন্নতাই না অনুভব করি। একাকীত্বের বিষাক্ততায় আমি নুইয়ে গেলেও আমার হাত ধরে তোলার মতো একটা কেউ নেই আমার।
.
গভীর রাতে ছাড়া ছাড়া অর্থহীন স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙ্গে যায় প্রায়ই।
তখন একটা কারো'র প্রবল তৃষ্ণা বোধ করি।
আমি ফোন হাতে নেই, এতোসব পরিচিত নাম্বারের মাঝে আমার নিজের বলতে কাউকেই পাইনা আমি...!!
আমি বাস্তবে বিশ্বাসী খুব।
.
আমি জানি,
এই নশ্বর পৃথিবীতে নিজেকে নিজেরই বয়ে বেড়াতে হয়।
তবু আমি ভীষণ ভাবে চাই,
আমার হঠাৎ মন খারাপে কেউ একজন উঠেপড়ে লাগুক আমার মন ভালো করার জন্যে। আমার প্রতিদিনকার সকাল সাজিয়ে দিক কেউ তার মতো করে!
কেউ একজন আমাকে ভাবুক,
শুধু আমাকেই ভাবুক।
কেউ আমার অপেক্ষায় থাকুক। আমার অনুপস্থিতি কাউকে কষ্ট দিক। কেউ আমাতে বিরক্ত হোক,
আবার আমাতেই তার সব বিশ্বাস-ভরসা জমা রাখুক,
খুব করে ভালোবাসুক,
কেবল আমাকেই ভালোবাসুক..!!
আমার এমন একজন কেউ নেই, যার কাছে প্রচন্ড বিশ্বাস নিয়ে আমি আমার কথা বলবো।
আমি কারোর এমন প্রিয় কেউ নই যে আমাকে শুনবে,
আমাকে বুঝবে। আমার অপ্রাপ্তি, আমার শূন্যতা গুলো পূরন করার মতো একটা কেউ নেই আমার।
বিস্তৃত শূন্যতায় কখনো কখনো কি বিপুল বিষন্নতাই না অনুভব করি। একাকীত্বের বিষাক্ততায় আমি নুইয়ে গেলেও আমার হাত ধরে তোলার মতো একটা কেউ নেই আমার।
.
গভীর রাতে ছাড়া ছাড়া অর্থহীন স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙ্গে যায় প্রায়ই।
তখন একটা কারো'র প্রবল তৃষ্ণা বোধ করি।
আমি ফোন হাতে নেই, এতোসব পরিচিত নাম্বারের মাঝে আমার নিজের বলতে কাউকেই পাইনা আমি...!!
আমি বাস্তবে বিশ্বাসী খুব।
.
আমি জানি,
এই নশ্বর পৃথিবীতে নিজেকে নিজেরই বয়ে বেড়াতে হয়।
তবু আমি ভীষণ ভাবে চাই,
আমার হঠাৎ মন খারাপে কেউ একজন উঠেপড়ে লাগুক আমার মন ভালো করার জন্যে। আমার প্রতিদিনকার সকাল সাজিয়ে দিক কেউ তার মতো করে!
কেউ একজন আমাকে ভাবুক,
শুধু আমাকেই ভাবুক।
কেউ আমার অপেক্ষায় থাকুক। আমার অনুপস্থিতি কাউকে কষ্ট দিক। কেউ আমাতে বিরক্ত হোক,
আবার আমাতেই তার সব বিশ্বাস-ভরসা জমা রাখুক,
খুব করে ভালোবাসুক,
কেবল আমাকেই ভালোবাসুক..!!