ভালবাসা নিয়ে খেলা play girl vs friend ৮ম পর্ব
আজ সকাল থেকেই অধরাকে কেমন একটা খুশি খুশি লাগছে ।ক্যাফেটেরিয়াতে
.
.
-আচ্ছা দোস্ত একটা কথা বলি(অনু)
-হ্যাঁ ।বল (অধরা)
-আচ্ছা তুই কি আবির ভাইয়াকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিস ?
-হঠাত্ তোর মুখে এই প্রশ্ন ?
-না মানে তোর তো আগেও অনেক বয়ফ্রেন্ড ছিল ।কিন্তু তাদের তো কখনোই বার্থডে সেলিব্রেট করিসনী ।তাদেরকে তো তোর বার্থডেতেও ইনভাইট করিস নাই ?আবির ভাইয়ার বেলায় ব্যতিক্রম ।
-তোকে বলেছিলাম না আমি আমার মনের মতো কাউকে খুঁজছি ।আবির ঠিক আমার মনের মতোই ।প্রথমে ভেবেছিলাম ওর সাথেও একইভাবে গেইম খেলবো ।কিন্তু এক পর্যায়ে ওকে আমি ভালোবেসে ফেলেছি ।
-আচ্ছা মনে কর ও যদি তোর সাথে একই গেইমটা খেলে যেটা তুই সবার সাথে খেলিস ।
-হতেই পারে না ।আমি নিশ্চিত ও আমাকে ভালোবাসে ।
-আমি যতদূর জানি আবির ভাইয়া খুব বন্ধুসুলভ ।আর তুই যেটা সুজনের সাথে করেছিস সেটা হয়তো ওর না জানার কথা না ।
-তুই ঠিক কি বলতে চাচ্ছিস একটু ক্লিয়ার করে বল ।
-আমার মনে হয় ওর তোর সাথে গেইম খেলছে ।
-হোয়াট ।তুই আমার বন্ধু আর ও আমার বয়ফ্রেন্ড ।সো ওর গুরুত্ব আমার কাছে বেশি ।
-আরে দোস্ত দেখ আবির ভাইয়া আসছে ।দোস্ত ভাইয়াকে কিন্তু আজকে জোস লাগছে (মেঘা)
-হুম ।দেখতে হবে না বয়ফ্রেন্ড টা কার !
.
.
-আমাকে এখানে ডাকার কারন ? (আবির)
-..............
-কি হলো ?চুপ কেন ।দেখো তোমার সাথে আমার কিছু বোঝাপড়া বাকি আছে ।যা বলবে তাড়াতাড়ি বলো ।
-হ্যাপি বার্থডে (উল্লাসের সাথে)
-আজকে আমার বার্থডে তুমি জানলে কিভাবে ?
-সেটা তোমার না জানলেও চলবে ।আগে কেক কাটো !
-ওয়াও আমি জীবনেও এমন সারপ্রাইজ পাইনি ।থ্যাংক ইউ সো মাচ ।
-থ্যাঙ্কু দিতে হবে না । এবার কেক কাটো ?
.
.
অতঃপর কেকটা কাটলাম ।সত্যি বলতে জীবনেও এমন সারপ্রাইজ পাবো সেটা ভাবতেও পারিনী ।
.
.
-আচ্ছা এবার আমার গিফট দাও ।(অধরা)
-বা রে জন্মদিন আমার আর গিফট পাবে তুমি ।আচ্ছা বলো কি চাও ?
-এই যে তোমার হাতটা ধরলাম এটা কখনোই ছাড়তে চাই না ।সারাজীবন তোমার সাথে থাকতে চায় ।থাকবে তো ?
-আচ্ছা ।
.
.
অতঃপর বাসায় চলে এলাম ।সত্যি বলতে আমি জীবনেও এমন সারপ্রাইজ পায়নি ।হয়তো ভুলেই গিয়েছিলাম এটা একটা প্রতিশোধ ।কিন্তু আমার কাছে ভালোবাসার থেকে বন্ধু বড় ।
.
.
৬ মাস পরে ।
.
আমার পরীক্ষাটাও শেষ ।খুব ভালো না করতে পারলেও ভালো একটা রেজাল্ট করেছি ।গত ৬ মাসে অধরার সাথে একবারও দেখা করিনী ।সব জায়গা থেকে ওকে ব্লক করেছি ।হয়তো ও আমাকে অনেক কল দিয়েছে কিন্তু পায়নি ।এবার ওর সাথে ব্রেক-আপ করার পালা ।বর্তমানে আমি একজন রাবিয়ান ।ভর্তির কাজে সার্টিফিকেটগুলো
.
.
-অধরা একটু এদিকে আসবে ।
-কেন আসব ।তুমিতো আমাকে ভুলেই গিয়েছো ?
-কিছু কথা ছিল ?
-হ্যাঁ বলো ?
-তুমি কি আমাকে ভালবাসো ?
-তুমি বুঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি ।জানো কতটা কষ্ট পেয়েছি এই ৬ মাসে ।শুধু পড়াশোনার দোহাই দিয়ে একটু একটু করে দূরে চলে যাচ্ছ ।এবার আর তোমাকে কোথাও যেতে দিব না ।
-আমি যদি বলি তুমি আমাকে ভুলে যাও ।
-এসব কি বলছো ?
-আসলে তোমার সাথে যেটা করেছি সেটা শুধুমাত্র একটা প্রতিশোধ ছিল ?
-তুমি আমার সাথে মজা করছো তাই না ।
-এসব কোনো মজা না ।আমি সত্যিই বলছি ।
-কিন্তু আমি যে তোমাকে ভালোবেসেছি ।আমিতো অভিনয় করিনী ।তাহলে আমি কেন কষ্ট পাব ?
-তোমাকে শুধু আমি ভালোবাসার মর্মটা বোঝাতে চেয়েছিলাম ।কিন্তূ ভাবতেই পারিনী তুমি এতটা কষ্ট পাবে ।
-আমি এসব শুনতে চাই না ।আমি শুধু তোমাকে চাই ।
-পারলে আমাকে ক্ষমা করে দিও ।ভালো থেকো ।
-ঐ তুই শোন আমার নামও অধরা ।জীবনে কখনো হারতে শিখিনী ।আমিও দেখব তুই কতদূর যেতে পারিস । ভালো তোকে বাসতেই হবে ।ভালোবাসা কিভাবে আদায় করে নিতে হয় সেটা আমিও জানি ।
.