তোমার কাছে চিঠি লিখবো লিখবো করে হাজার টা চিঠি লেখা হয়েছে ঠিক,,,

তোমার কাছে চিঠি লিখবো লিখবো করে হাজার টা চিঠি লেখা হয়েছে ঠিক,,,
কিন্তুু সেগুলো পোস্ট করা হয়নি কোনদিন।
কখনো ভয় আবার কখনো এক অদৃশ্য জড়তা আষ্টেপৃষ্ঠে রাখতো আমাকে,,,,,,
সেদিন খেয়াল করলাম জমেছে অনেক চিঠি হয়ত হাজার ছাড়িয়েছে!!!
অফিস থেকে ফেরার পথে রাস্তার বা পাশে কাগজের দোকানটাতে খোজ নিয়েছিলাম কাল
বিক্রি করে দেবো সব আবেগ, অভিমান, ভালোবাসা, রাগ সব সবকিছু।।।
হাহাহাহা কিন্তুু দোকানি কি বললো জানো??
আপা কি যে কন না এহন কি আর এইসব কেউ কেনে এইতে তো ১০ টাকাও লাভ হইবো না।।
ঠিক তখন আবারো বুঝলাম
আমার আবেগ, আবেগ ছিলো নয়ত কিছু বিশেষ,,
আমি রয়ে গেলাম সেই আমার মাঝেই তুমি বহুদূর
আমার আবেগ ঘুড়েছে অবহেলায় তোমার দাড়ে,,,
সেই আবেগ কি আর ঠাই পারে অন্য আঙ্গিনাতে!!
.
.
                               





 

Popular posts from this blog

প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার..

পাত্রী যখন ছাত্রী.....অসাধারণ একটা ভালোবাসার গল্প আশা করি ভালো লাগবে...

এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে যে বড্ড কষ্ট হচ্ছে।

পাশের বাসায় আসা নতুন ভাড়াটিয়ার সুন্দরী মেয়েটিকে হঠাৎ আমার নজরে পড়লো ।

Keno Ei Nishongota PARTHO - Lyrics IN BANGLA