তোমার কাছে চিঠি লিখবো লিখবো করে হাজার টা চিঠি লেখা হয়েছে ঠিক,,,
তোমার কাছে চিঠি লিখবো লিখবো করে হাজার টা চিঠি লেখা হয়েছে ঠিক,,,
কিন্তুু সেগুলো পোস্ট করা হয়নি কোনদিন।
কখনো ভয় আবার কখনো এক অদৃশ্য জড়তা আষ্টেপৃষ্ঠে রাখতো আমাকে,,,,,,
সেদিন খেয়াল করলাম জমেছে অনেক চিঠি হয়ত হাজার ছাড়িয়েছে!!!
অফিস থেকে ফেরার পথে রাস্তার বা পাশে কাগজের দোকানটাতে খোজ নিয়েছিলাম কাল
বিক্রি করে দেবো সব আবেগ, অভিমান, ভালোবাসা, রাগ সব সবকিছু।।।
হাহাহাহা কিন্তুু দোকানি কি বললো জানো??
আপা কি যে কন না এহন কি আর এইসব কেউ কেনে এইতে তো ১০ টাকাও লাভ হইবো না।।
ঠিক তখন আবারো বুঝলাম
কিন্তুু সেগুলো পোস্ট করা হয়নি কোনদিন।
কখনো ভয় আবার কখনো এক অদৃশ্য জড়তা আষ্টেপৃষ্ঠে রাখতো আমাকে,,,,,,
সেদিন খেয়াল করলাম জমেছে অনেক চিঠি হয়ত হাজার ছাড়িয়েছে!!!
অফিস থেকে ফেরার পথে রাস্তার বা পাশে কাগজের দোকানটাতে খোজ নিয়েছিলাম কাল
বিক্রি করে দেবো সব আবেগ, অভিমান, ভালোবাসা, রাগ সব সবকিছু।।।
হাহাহাহা কিন্তুু দোকানি কি বললো জানো??
আপা কি যে কন না এহন কি আর এইসব কেউ কেনে এইতে তো ১০ টাকাও লাভ হইবো না।।
ঠিক তখন আবারো বুঝলাম