অনুভুতিহীন ভালবাসা.......
কিছু মানুষ এমন থাকে যারা নিজেদের অনুভূতিগুলো অনেক যত্নে নিজের কাছে রেখে দেওয়ার এক অসীম ক্ষমতা নিয়ে জন্মায়।
কোন অনুরোধ,অনুরাগ, অনুভূতিটাকে তার থেকে আলাদা করতে পারে না...
নিজেকে নিজের মধ্যে নিয়ে বেড়ায় সে।অন্যের মাঝে বইতে গেলে ডুবে যাওয়ার ভয় থাকে যে...!
অভিমানের দরজায় খিল পড়েছে অনেক আগেই।
তোমরা বলো তাদের ডুবে যাওয়ার ভয়,আর আমি বলি তাদের ভালোবাসার ভয়!
ভালোবেসে ভালোবাসার কাছ থেকে পাছে অবহেলা পেতে হয়, ভালোবেসে ভালোবাসা ভেঙে যাওয়ার ভয়!
এমন হাজারো ভয় থাকে যার ফলে ভালোবাসাটা হয়ত তাদের পক্ষে আর হয়ে ওঠে না।আর অনেকটা ভালোবাসা সত্ত্বেও কখনো ভালোবাসার মানুষটিকে বলা হয়ে ওঠে না,"ভালোবাসি! ".
.
কোন অনুরোধ,অনুরাগ, অনুভূতিটাকে তার থেকে আলাদা করতে পারে না...
নিজেকে নিজের মধ্যে নিয়ে বেড়ায় সে।অন্যের মাঝে বইতে গেলে ডুবে যাওয়ার ভয় থাকে যে...!
অভিমানের দরজায় খিল পড়েছে অনেক আগেই।
তোমরা বলো তাদের ডুবে যাওয়ার ভয়,আর আমি বলি তাদের ভালোবাসার ভয়!
ভালোবেসে ভালোবাসার কাছ থেকে পাছে অবহেলা পেতে হয়, ভালোবেসে ভালোবাসা ভেঙে যাওয়ার ভয়!
এমন হাজারো ভয় থাকে যার ফলে ভালোবাসাটা হয়ত তাদের পক্ষে আর হয়ে ওঠে না।আর অনেকটা ভালোবাসা সত্ত্বেও কখনো ভালোবাসার মানুষটিকে বলা হয়ে ওঠে না,"ভালোবাসি! ".
.