"শুয়োরের বাচ্চা"র চেয়ে "কুত্তার বাচ্চা" শব্দটা কেন বেশি প্রয়োগ করি জানেন?
"শুয়োর এবং কুকুর দুইটাই নাপাক প্রাণী ৷ কুকুর পোষার অনুমতি থাকলেও শুয়োর পোষার অনুমতি নাই ৷ আসহাবে কাহাফের যুবকদের সঙ্গে একটা কুকুরও ছিলো ৷ কুকুরেরে প্রভূ ভক্তি নিয়ে অনেক গল্প এবং সিনেমাও নির্মিত হয়েছে ৷
বলতে পারেন শুয়োরের চেয়ে কুকুর উৎকৃষ্ট ৷
তারপরও আমরা কাউকে গালি দিতে "শুয়োরের বাচ্চা"র চেয়ে "কুত্তার বাচ্চা" শব্দটা কেন বেশি প্রয়োগ করি জানেন? কুকুরের নির্লজ্জতার কারনে ৷ চতুষ্পদী সকল প্রাণী লেজ দিয়ে তাদের লজ্জাস্থান ঢেকে রাখে ৷ কিন্ত কুকুর সব সময় তার লেজটা খাড়া রেখে সবাইকে গোপনাঙ্গ দেখিয়ে বেড়ায় ৷
এখানে লক্ষ্য করলে দেখা যায়, কুকুরের গোপনাঙ্গটা সাধারণত দুই রানের মাঝে থাকে বলে তেমন দেখা যায় না এবং কুকুর কখনো বাচ্চা জন্ম দেয় না ৷ কিন্তু মহিলা কুকুর মানে কুত্তীর লজ্জাস্থান দেখা যায় এবং সে বাচ্চা জন্ম দেয় ৷ তাহলে আমরা "কুত্তীর বাচ্চা" না বলে "কুত্তার বাচ্চা" বলি কেন?
মানব কূলের মত পশু কূলেও বাচ্চারা বড় হয় পিতৃ পরিচয়ে ৷ যার কারনে আমরা গাভী, বাঘিনী, হস্তিনী ইত্যাদির বাচ্চা না বলে গরু, বাঘ, হাতি ইত্যাদির বাচ্চা বলে থাকি ৷ শত, সহস্র বছর ধরে এভাবে চলে আসছে ৷ এটাকে আপনি স্রষ্টার নিয়ম বা প্রকৃতির লীলা বলতে পারেন ৷ আমাদের তথাকথিত নারীবাদীরা এসব নিয়মের নাম দিয়েছে "পুরুষতান্ত্রিক
আমাদের দেশে "উইমেন চ্যাপ্টার" নামে এসব তথাকথিত নারীবাদীদের একটা ব্লগ আছে ৷ যাদের বেশির ভাগ লেখায় নারী উন্নয়নের চেয়ে পুরুষ বিদ্বেষটাই বেশি ফোটে উঠে ৷ এদের আবার আধ্যাত্মিক গুরু হচ্ছে আরেক তথাকথিত নারীবাদী তাসলিমা নাসরীন ৷
তাসলিমা নাসরীনকে উদ্দেশ্য করে তার মা বলেছিলেন, "তাইনে যে দিন-রাইত এত ব্যাডাগো নামে বদনাম করে, তাও তো তাইনে ব্যাডাগো ছাড়া থাকতারে না (সে যে দিনরাত পুরুষদের নামে বদনাম করে, তারপরেও তো সে পুরুষদের ছাড়া থাকতে পারে না)৷"
এসব তথাকথিত নারীবাদীর জীবনী পর্যালোচনা করলে তাসলিমার মায়ের কথার সত্যতা পাওয়া যাবে ৷ এদের প্রত্যেকের জীবনে একের অধিক পুরুষের আগমণ ঘটেছে এবং তলে তলে তারা কোন না কোন পুরুষের সাথে সম্পর্ক বজায় রাখছে ৷ এরা জীবনটাকে তরকারি বাজার মনে করে ৷ আজ এই দোকানের বেগুন পঁচা পড়ছে, কাল অন্য দোকানে যেতে হবে ৷
সমাজ উন্নয়নের চিন্তা করতে গিয়ে তো বেগম রোকেয়া, সুফিয়া কামাল, জাহানারা ইমাম, শেখ হাসিনা, বেগম খালেদা জিয়ার মত মহীয়সীগণের সংসার ভাঙ্গেনি ৷ তাহলে এদের কেন সংসার ভাঙ্গছে? কারন এদের সমাজ উন্নয়নের চিন্তা-ধারা যৌনতা কেন্দ্রিক ৷ এদের দৃষ্টিতে যে সমাজে যত অবাধ যৌনাচার করা যায়, সে সমাজ তত উন্নত ৷
জরায়ু স্বাধীনতা, পরকীয়ার বৈধতা, ধর্ষণ প্রতিরোধে ধর্ষণ, ইভটিজিং প্রতিরোধে ব্রেস্ট দেখানো এদের বেশির ভাগ লেখায় ঘুরেফিরে এসব প্রসঙ্গই উঠে আসে ৷ কিন্তু আমরাতো কুত্তা-কুত্তীর সমাজে বাস করি না যে আমাদের এত নির্লজ্জ হতে হবে!
হ্যাঁ, মানছি আমাদের সমাজের পুরুষেরা নারীদের যথাযথ মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে ৷ তাহলে আপনি মহিয়সী রাবেয়া বসরী, জেবুন্নেসা, ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল, মাদার তেরসার মত পুরুষদের কাছ থেকে দূরে থাকলেই পারেন ৷ কিন্তু একটার পর একটা পুরুষকে খাইয়া ছাইড়া দিয়া বলবেন, পুরুষরা চরিত্রহীন!
একে অপরকে দোষারোপ করে সমাজে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যায়, পরিবর্তন করা যায় না ৷ আজ পর্যন্ত সমাজে যত পরিবর্তন হয়েছে নারী-পুরুষ একে অপরের সহায়ক হিসেবে কাজ করেছে ৷ এবং এভাবেই সমাজ পরিবর্তন হতে থাকবে ৷
তাইতো কবি বলেছেন -
"মানব সমাজ সংশোধিত হবে মানবিক নিয়মে,
নট কুত্তা-কুত্তীর ঘেউ ঘেউএ ৷"