নীল পরি
- এই শোন,
- হুম..... বল,
- তুই আজ নীল শাড়ি পড়ে নিয়েছিস আমার মনটা
কেড়ে।
- সত্যি ! তুই কি আমায় দেখেছিস বলতো, আমায়
কেমন মানিয়েছিল নীল শাড়িতে। - ওরে পাগলী তুই কী চিনিস, হুমায়ুন আহমেদের
সৃষ্ট ইন্দ্রাণী,তোকে লাগছিলো বেশ, যেন
স্বর্গের ডানা কাটা নীল পরীদের রাণী।
.
- কথাগুলো মিথ্যা নয়তো তর?খুশি করানোর জন্য
বলছিস হয়তো। - না না সত্য কথা, মিথ্যা আমি বলিনা ,নীল শাড়িতে
দেখে তোকে, বুকের ভিতরে শরীফ উদ্দিন এর
কলার টিউন বাজতেছিলো বড্ড জোরে।
- কী যে বলিস তুই আবোল তাবোল,
- এমনি করেই থাকিস তুই,জং পড়া মনটাকে করবো না
কখনো রদবদল? নীলে তোরে লাগে কিন্তু বেশ,আরো লাগতো ভাল, যদি রাখতিস ছেড়ে তোর
দিঘল কালো কেশ।
- তুই আমায় চাইবি যেভাবে,সাজাবো নিজেকে ঠিক
সেভাবে।
.
- একটা জিনিস মিসিং হইয়ে গেলো? - কি জিনিস?
- তর কপালে যদি দিতি একটা নীল টিপ, তাহলে
ভাবতাম জ্বলছে যেনো আমার মনের নিভে থাকা
প্রদীপ।
- এতো কিছু দেখছিস কখন?
- তাকিয়ে দেখেছি উদাস ছিল তর দু'নয়ন।কানে ছিলো তর লম্বা দুল, খোঁপাতে ছিল নীল ফুল।
- হায় হায় এতোটাই দেখেছিস আমায়, এতদিন ভুল
বুঝেছি তরে, মনে হয়েছিল রেখেছিস আমায় বড্ড
অবহেলায়।
.- হাত ভরা তর নীল চুড়ির ঝনঝনানিতে,মিশেছিলি
আমার বুকে, ডেকেছিস আমায় তর কাছে যেন হাতছানিতে। এমনি
ভালবাসবিতো আমায়,নিজেকে নীলে সাজিয়ে কাছে
আসবিতো আমার?
- যদি তুই ডাকিস হাত দিয়ে না মন দিয়ে,
- মন দিয়েই ডাকবো তরে,রাখবো এই স্বার্থপর এর
বুকে জড়িয়ে। - সঙ্গী করে রাখবি বল সারাজীবন?
- নীল পরি আমার এবার ত তুই ঘরে চল।
.
- হুম..... বল,
- তুই আজ নীল শাড়ি পড়ে নিয়েছিস আমার মনটা
কেড়ে।
- সত্যি ! তুই কি আমায় দেখেছিস বলতো, আমায়
কেমন মানিয়েছিল নীল শাড়িতে। - ওরে পাগলী তুই কী চিনিস, হুমায়ুন আহমেদের
সৃষ্ট ইন্দ্রাণী,তোকে লাগছিলো বেশ, যেন
স্বর্গের ডানা কাটা নীল পরীদের রাণী।
.
- কথাগুলো মিথ্যা নয়তো তর?খুশি করানোর জন্য
বলছিস হয়তো। - না না সত্য কথা, মিথ্যা আমি বলিনা ,নীল শাড়িতে
দেখে তোকে, বুকের ভিতরে শরীফ উদ্দিন এর
কলার টিউন বাজতেছিলো বড্ড জোরে।
- কী যে বলিস তুই আবোল তাবোল,
- এমনি করেই থাকিস তুই,জং পড়া মনটাকে করবো না
কখনো রদবদল? নীলে তোরে লাগে কিন্তু বেশ,আরো লাগতো ভাল, যদি রাখতিস ছেড়ে তোর
দিঘল কালো কেশ।
- তুই আমায় চাইবি যেভাবে,সাজাবো নিজেকে ঠিক
সেভাবে।
.
- একটা জিনিস মিসিং হইয়ে গেলো? - কি জিনিস?
- তর কপালে যদি দিতি একটা নীল টিপ, তাহলে
ভাবতাম জ্বলছে যেনো আমার মনের নিভে থাকা
প্রদীপ।
- এতো কিছু দেখছিস কখন?
- তাকিয়ে দেখেছি উদাস ছিল তর দু'নয়ন।কানে ছিলো তর লম্বা দুল, খোঁপাতে ছিল নীল ফুল।
- হায় হায় এতোটাই দেখেছিস আমায়, এতদিন ভুল
বুঝেছি তরে, মনে হয়েছিল রেখেছিস আমায় বড্ড
অবহেলায়।
.- হাত ভরা তর নীল চুড়ির ঝনঝনানিতে,মিশেছিলি
আমার বুকে, ডেকেছিস আমায় তর কাছে যেন হাতছানিতে। এমনি
ভালবাসবিতো আমায়,নিজেকে নীলে সাজিয়ে কাছে
আসবিতো আমার?
- যদি তুই ডাকিস হাত দিয়ে না মন দিয়ে,
- মন দিয়েই ডাকবো তরে,রাখবো এই স্বার্থপর এর
বুকে জড়িয়ে। - সঙ্গী করে রাখবি বল সারাজীবন?
- নীল পরি আমার এবার ত তুই ঘরে চল।
.