তোমার জন্য .............
পার্থ
জানিস,
তোকে না আমি বড্ড বেশিই ভালোবাসতাম।এমন কনো রাত ছিলো না তোকে না ভেবে ঘুমিয়েছি।এমন কনো ভোর ছিলো না তোকে না ভেবে ঘুম থেকে উঠেছি।শত শত ডায়রি শেষ করেছি, তোর উপর আসা আমার অনুভূতি গুলো লিখে।রাতের আকাশে চাঁদের দিকে তাকিয়ে তোকে কল্পনা করেছি।এক টা মানুষ তার ভালোবাসার মানুষটাকে নিয়ে যতটা কল্পনা করে, যতটা ভাবে,যতটা ভালোবাসে।তার চেয়ে একটু বেশিই আমি ভেবেছি।একটু বেশিই ভালোবেসেছি।
এত কিছুর পরেও তোকে কখনো জানতে দিই নি আমি তোকে ভালবাসি, কেন জানিস তো? কারন যদি ভালোবাসি বলতাম ও তুই হেসে উড়িয়ে দিতি।আবেগ বলে ছুঁড়ে ফেলে দিতি আমাকে।হয়ত তাতে আমাদের বন্ধুত্ব টাই নষ্ট হয়ে যেত।
তাইতো আমার ভালোবাসা টুকু আমি পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম।
কখনো বলিনি ভালোবাসি।তোর বন্ধু হয়ে আছি এটাই বা কম বল কিসে?
জানিস,
তোকে না আমি বড্ড বেশিই ভালোবাসতাম।এমন কনো রাত ছিলো না তোকে না ভেবে ঘুমিয়েছি।এমন কনো ভোর ছিলো না তোকে না ভেবে ঘুম থেকে উঠেছি।শত শত ডায়রি শেষ করেছি, তোর উপর আসা আমার অনুভূতি গুলো লিখে।রাতের আকাশে চাঁদের দিকে তাকিয়ে তোকে কল্পনা করেছি।এক টা মানুষ তার ভালোবাসার মানুষটাকে নিয়ে যতটা কল্পনা করে, যতটা ভাবে,যতটা ভালোবাসে।তার চেয়ে একটু বেশিই আমি ভেবেছি।একটু বেশিই ভালোবেসেছি।
এত কিছুর পরেও তোকে কখনো জানতে দিই নি আমি তোকে ভালবাসি, কেন জানিস তো? কারন যদি ভালোবাসি বলতাম ও তুই হেসে উড়িয়ে দিতি।আবেগ বলে ছুঁড়ে ফেলে দিতি আমাকে।হয়ত তাতে আমাদের বন্ধুত্ব টাই নষ্ট হয়ে যেত।
তাইতো আমার ভালোবাসা টুকু আমি পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম।
কখনো বলিনি ভালোবাসি।তোর বন্ধু হয়ে আছি এটাই বা কম বল কিসে?