তোমার জন্য অপেক্ষা..........
সেদিন তোমার জন্য অপেক্ষা ছিল,
আকাশ মেঘলাও ছিল।
তুমি আসবে বলে মেঘ চিৎকার করে
আবার চুপ হয়ে গেল,
যদি তুমি ভয় পাও।
আকাশের সাথে আমার চুক্তি হয়েছিলো
তুমি আসামাত্র ঝুম বৃষ্টি হবে।
তুমি না চাইলেও বাধ্য হয়ে
আমার ছাতার তলায় ঠাঁই খুঁজবে।
একটা রিকশাওয়ালাও ঠিক করা ছিলো
এই পাহাড়ি অঞ্চলটা আমাদের ঘুরিয়ে দেখাবে।
কিন্তু তুমি আসলেনা,
পাহাড়ি মেঘ ফিরে গেলো,
পৃথিবী বর্ষা নামক মৌসুম হারালো।
ফসলের ক্ষেত পুড়ে ছারখার,
চাতকের অপেক্ষা, ঝরনা আজ মৃত!
আকাশ চুক্তি ভাঙ্গেনী তাই বৃষ্টিও আর হয়নি।
আকাশ আমাকে অনেকবার খোঁজার চেষ্টা করলেও খুঁজে পায়নি কারন আমি আজ মৃত....