সবাই হয়ত আমার নাম ভুলেই গেছে, তুমি ভুলো নি তো
মনে পড়ে
পিচঢালা সেই রাস্তার কথা?
আমাদের হাজারো স্মৃতিকে মুড়িয়ে রেখেছে যেই রাস্তা
আজও কি আমার কথা মনে পড়লে যাও সেই রাস্তায়
আমি কিন্তু এখনও যাই সেখানে
আশ্চর্য হচ্ছো?
ঘণ্টার পর ঘণ্টা যেখানে দাঁড়িয়ে ভিজতাম আমি
আর তুমি জানালার ধারে উঁকি দিয়ে দেখতে
কি ভাবছো? কিভাবে জানলাম যে তুমি আমাকে দেখতে
এটা তো জানোই ভালবাসা চোখ দিয়ে দেখা যায় না অনুভব করতে হয়
আমি তোমায় অনুভব করতাম। জানি পিচঢালা সেই রাস্তার পাশের বাড়িটায় তুমি থাকতে তবে এখন অতীত
তবুও ছুটে যাই সেই রাস্তায়, যদি দেখা মেলে! চোখে চোখ পড়ে যায়, যদি আবার আমাদের প্রেম হয়।
খুব কষ্ট হয় মানুষজন এখন আমায় পাগল ডাকে
সবাই হয়ত আমার নাম ভুলেই গেছে। তুমি ভুলো নি তো