কথায় আছে "ঘরের গরু ঘরের ঘাস খায় না" আমাদের অবস্থা হয়েছে এই। জ্যাক মা, বিল গেট্স, জেম বেজস তাদের নিয়ে আমরা যেই লাফালাফি করি অথচ জাপানের মত দেশে যখন মোটিভেশনাল বিগ প্রোগ্রাম হয় তখন প্রধান বক্তা হয় ড. মুহাম্মদ ইউনুস, তাকে আমরা কতটুকু সম্মান করি? রাজনীতি আমাদের এমন ভাবে খেয়ে ফেলেছে যে বাংলাদেশ কে বিশ্বের মাঝে পরিচিত করে দেয়ার জন্য যার অবদান অপরিসীম সেই ইউনুস কে আমরা মূল্যায়ন করতে জানি না। ব্রিটিশ একটা ইউনিভর্সিটির ভিসি বানানো হয়েছে তাকে। যেখানে কিনা ইউনিভার্সিটির সংবিধান ছিল ব্রিটিশ বংশভূত ছাড়া ইউনিভার্সিটির ভিসি বানানো যাবে না। সেখানে সংবিধান পরিবর্তন করে তাকে চ্যান্সেলর ই বানানো হয়েছে। তারা বুঝতে পেরেছে ইউনুস কতটা গুরুত্বপূর্ণ। আমরা বুঝিনি.... জার্মানীর বড় বড় অর্গানাইজেশন গুলোর উপদেষ্টা তিনি। জার্মান ফ্রাংফুট ইউনিভার্সিটি,বা র্লিন ইউনিভার্সিটি তে বরাবরের তিনি মোটিভেশনাল স্পিকার। এনজেলা মার্কেল যেখানে বক্তিতা দেন সে অনুষ্ঠানেও তিনি উদক্তা হিসিবে বিশেষ অথিতির দাওয়াত পান। ব্রিটেন, আমেরিকা, জাপান, জার্মানী, ফ্রান্স, স্পেন, কানাডা, দক্ষিন কোরিয়া সহ বিশ্বের প্রভাবশাল...